প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার পর এবার ইনজুরিতে পড়লেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবলার ফ্রেংকি ডি জং। ২৩ বছর বয়সী এ মিডফিল্ডারের ডান পায়ের ইনজুরি বিষয়ে বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, ‘ক্লিনিক্যাল ফলো-আপ, ফ্রেংকি ডি জং-এর ডান পায়ে ইনজুরি ধরা পড়েছে। তবে ইনজুরির মাত্রা নির্ণয়ে এখনই বলা যাচ্ছে না যে, কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন।’
করোনাভাইরাসের সঙ্কট কাটিয়ে ১৩ জুন (শনিবার) লা লিগায় বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন ডি জং। ম্যাচটিতে মায়োর্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। তবে লেগানেস ও সেভিয়ার সাথে পরবর্তী দুটি ম্যাচে তাকে পাওয়া যায়নি।
ম্যাচে এবং মাঠে বাইরেও তাকে দেখা না যাওয়া ফুটবল ভক্তদের মাঝে প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে সেসব প্রশ্নের অবসান ঘটিয়ে বার্সেলোনার পক্ষ থেকে ইনজুরির তথ্য জানানো হলো।
গত গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এ মিডফিল্ডার। ২০১৯-২০ মৌসুমে বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন।
এবারের মৌসুমে বার্সার হয়ে সবধরনের প্রতিযোগিতায় ৩৮টি ম্যাচ খেলেছেন ডি জং এবং মাত্র তিনটি ম্যাচে অনুপস্থিত ছিলেন। মিডফিল্ডার হলেও এসব ম্যাচগুলোতে দুটি গোলও করেছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]