ইউক্রেনে আরও একটি ম্যাচ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ পিএম, ২২ জুন ২০২০
ইউক্রেনে আরও একটি ম্যাচ স্থগিত

প্রাণঘাতি করোনাভাইরাসে আরও দুইজন ফুটবলার আক্রান্ত হওয়ায় ইউক্রেন প্রিমিয়ার লিগের আরেকটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এই নিয়ে চতুর্থ ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হলো।

রোববার (২১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক দোনেৎস্ক বনাম কারপাতি এলভিবের মধ্যকার লিগ ম্যাচ। কিন্তু ম্যাচটি আয়োজনের আগেই অলিম্পিকের দুই ফুটবলারের দেহে ধরা পড়ে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি।

ইউক্রেনের এই শীর্ষ লিগ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়, ম্যাচটি স্থগিত করা হয়েছে। লিগের শেষভাগে গিয়ে আয়োজন করা হবে এই ম্যাচ।

এর আগে মে মাসে স্থগিত করা হয়েছিল কারপাতি ও মারিওপল এর মধ্যকার ম্যাচ। পরে কারপাতির আরও দুটি ম্যাচ স্থগিত করা হয়। এলভিবের এই ক্লাবটির ২৫ জন খেলোয়াড় ও কর্মকর্তার দেহে ধরা পড়েছিল কোভিড-১৯।

সর্বশেষ রোবারের ম্যাচ স্থগিত ঘোষণার ফলে মে মাসের শেষভাগে নতুন করে মাঠে গড়ানোর পর লিগে কারপাতি এখনো একটি ম্যাচও অংশ নিতে পারলো না। এখানেও সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য মাঠে।

শনিবার (২০ জুন) শাকতার দোনেৎস্ক অলেকজান্দ্রিয়াকে ৩-২ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে। এই নিয়ে ১৩টি শিরোপা জয় করলো ক্লাবটি।

লিগে আরও ছয়টি ম্যাচ বাকি থাকলেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডায়নামো কিয়েভের সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান রচনা করেছে শাকতার। যেটি ডায়নামোর পক্ষে অতিক্রম করা সম্ভব নয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগেই কাভানিকে পাচ্ছে না পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগেই কাভানিকে পাচ্ছে না পিএসজি

করোনায় মারা গেলেন ফুটবল কিংবদন্তী রাধি

করোনায় মারা গেলেন ফুটবল কিংবদন্তী রাধি

৫ অক্টোবর বন্ধ ইউরোপের ট্রান্সফার উইন্ডো

৫ অক্টোবর বন্ধ ইউরোপের ট্রান্সফার উইন্ডো

বার্সেলোনার সাথে আইনি লড়াইয়ে হার, নেইমারের জরিমানা

বার্সেলোনার সাথে আইনি লড়াইয়ে হার, নেইমারের জরিমানা