অবসরের আগে বোকা জুনিয়র্সে খেলার স্বপ্ন রুনির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ পিএম, ২২ জুন ২০২০
অবসরের আগে বোকা জুনিয়র্সে খেলার স্বপ্ন রুনির

আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলার ইচ্ছা ছিল ইংলিশ তারকা ওয়েইন রুনির। এমন তথ্যই দিয়েছেন গত মৌসুমে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের হয়ে খেলা রুনির আর্জেন্টাইন সতীর্থ লুসিয়ানো আকোস্তা।

রুনির সাথে জুটি বেঁধে আকোস্তা গত মৌসুমে এমেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। কিন্তু তারপর রুনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ দল ডার্বি কাউন্টিতে পাড়ি জমান।

বোকা জুনিয়র্সের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আকোস্তা বলেন, ‘রুনি আমাকে বলেছে সে যদি আর্জেন্টাইন ফুটবলে খেলার সুযোগ পেত তাহলে অবশ্যই বোকাতে খেলতেন, এতে কোন সন্দেহ নেই। বোকাতে খেলাটা তিনি দারুণভাবে উপভোগ করতেন বলেও মন্তব্য করেছেন।’

আকোস্তা আরও বলেন, ‘শুরুতে রুনির সাথে কথা বলাটা একটু কঠিন ছিল। কিন্তু ধীরে ধীরে তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। আর্জেন্টিনার প্রিয় দল হিসেবে রুনি প্রথমে রিভার প্লেটের কথা বললেও পরবর্তীতে তিনি বলেছেন আসলে সেটা মিথ্যা ছিল। বোকাতে খেলতে পারলে তার আশা পূরণ হতো।

‘ক্যারিয়ারের শেষ বছরে রুনি ইংল্যান্ডে বেশ স্বাচ্ছন্দ্যে আছেন বলেও জানিয়েছেন। শিগগিরই রুনি অবসরে যাবেন। তবে তার আগে বোকা থেকে কোন ডাক আসলে, হতে পারে সেটা সে গ্রহণ করে নিবে। আর্জেন্টাইন ফুটবল সম্পর্কে অনেক খবরই রাখেন রুনি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভ্যালাডোলিডকে হারিয়ে শীর্ষ চারে অ্যাথলেটিকো মাদ্রিদ

ভ্যালাডোলিডকে হারিয়ে শীর্ষ চারে অ্যাথলেটিকো মাদ্রিদ

লেভানডোভস্কির রেকর্ডে বায়ার্নের জয়

লেভানডোভস্কির রেকর্ডে বায়ার্নের জয়

৫ অক্টোবর বন্ধ ইউরোপের ট্রান্সফার উইন্ডো

৫ অক্টোবর বন্ধ ইউরোপের ট্রান্সফার উইন্ডো

ঘরের মাঠে ম্যানইউ’র সাথে টটেনহ্যামের পয়েন্ট ভাগাভাগি

ঘরের মাঠে ম্যানইউ’র সাথে টটেনহ্যামের পয়েন্ট ভাগাভাগি