করোনায় মারা গেলেন ফুটবল কিংবদন্তী রাধি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২২ জুন ২০২০
করোনায় মারা গেলেন ফুটবল কিংবদন্তী রাধি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরাকের কিংবদন্তী ফুটবলার আহমেদ রাধি। রোববার (২১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, চিকিৎসার জন্য জর্ডানের উদ্দেশ্যে বিমানে উঠানোর ঘন্টাখানেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।

৫৬ বছর বয়সী রাধি বিশ্বকাপ ফুটবলে ইরাকের একমাত্র গোল আদায়কারী তারকা। ১৯৮৬ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোল করেছিলেন তিনি। করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ায় গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাধি। অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১৯ জুন) হাসপাতাল ছাড়েন তিনি।

তবে এর কয়েক ঘন্টা পর ফের অসুস্থ হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয় রাধিকে। কিন্তু রোববার (২১ জুন) সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (২০ জুন) হাসপাতালের এক ভিডিও ফুটজে দেখা যায় রাধি শ্বাস নিতে না পেরে ছটফট করছেন আর একদল চিকিৎসক তাকে নিরাময় করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

রাধির নেতৃত্বে ১৯৮৪ ও ১৯৮৮ সালে গালফ ফুটবলের শিরোপা জিতেছিল ইরাক। এ সময় তিনি এশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও লাভ করেন। ১৯৮৬ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোল করেছিলেন এই স্ট্রাইকার। তবে ওই ম্যাচে ইরাক হেরে যায় ২-১ গোলে। ফলে কোন পয়েন্ট ছাড়াই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সেলোনা

সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সেলোনা

ক্ষতি পুষাতে আগেভাগে বিপিএল চান ফুটবলাররা

ক্ষতি পুষাতে আগেভাগে বিপিএল চান ফুটবলাররা

বার্সেলোনার সাথে আইনি লড়াইয়ে হার, নেইমারের জরিমানা

বার্সেলোনার সাথে আইনি লড়াইয়ে হার, নেইমারের জরিমানা

খেলোয়াড়দের কোয়ারেন্টাইন শিথিল করলো ইতালি

খেলোয়াড়দের কোয়ারেন্টাইন শিথিল করলো ইতালি