ব্রাইটনের কাছেও ধরা খেল আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২২ জুন ২০২০
ব্রাইটনের কাছেও ধরা খেল আর্সেনাল

ম্যানচেস্টার সিটির পর এবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ধরা খেল আর্সেনাল। প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করলেও শেষ মুহূর্তের গোলে হেরে গেছে তারা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।

শনিবার (২০ জুন) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে আর্সেনাল। এর ফলে করোনা পরবর্তী নিজেদের প্রথম দুই ম্যাচেই হারলো আর্সেনাল। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-০ গোলে হেরেছিল তারা।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে আগের ম্যাচের একাদশে ৫টি পাঁচটি পরিবর্তন আনেন আর্সেনাল কোচ। লাল কার্ডের খাড়ায় ছিলেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইস। ম্যাচের শুরুতে দুটি ভালো সুযোগ পায় আর্সেনাল। তবে পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ইংলিশ মিডফিল্ডার বুকায়ো সাকো সুযোগ নষ্ট করেন।

প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর ম্যাচের ৬৮তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ম্যাচে ৭৫তম মিনিটে জটলার মধ্যে খুব কাছ থেকে জালে বল পাঠান লুইস ডাঙ্ক। তাতে সমতায় ফেরে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।
sportsmail24
ম্যাচটি ড্র হতে যাচ্ছে এমনটাই ধরে নিয়েছিল সবাই। তবে যোগ করা ৫ মিনিটের শেষ মিনিটে আর্সেনালের গোল হজম করতে হয়। সতীর্থের বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন ব্রাইটনের মুপে। ৯৫ মিনিটে গোল করে উল্লাসে মেতে ওঠে তারা।

এদিকে এ হারে ৩০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের নবম স্থানেই রয়েছে আর্সেনাল। অন্যদিকে ৩২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে ব্রাইটন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভ্যালাডোলিডকে হারিয়ে শীর্ষ চারে অ্যাথলেটিকো মাদ্রিদ

ভ্যালাডোলিডকে হারিয়ে শীর্ষ চারে অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রোটিয়াদের বিশেষ টুর্নামেন্টের অনুমতি দেয়নি সরকার

প্রোটিয়াদের বিশেষ টুর্নামেন্টের অনুমতি দেয়নি সরকার

লেভানডোভস্কির রেকর্ডে বায়ার্নের জয়

লেভানডোভস্কির রেকর্ডে বায়ার্নের জয়

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা

তামিম-মাশরাফি-অপুর পরিবারে করোনার হানা