ভ্যালাডোলিডকে হারিয়ে শীর্ষ চারে অ্যাথলেটিকো মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ এএম, ২২ জুন ২০২০
ভ্যালাডোলিডকে হারিয়ে শীর্ষ চারে অ্যাথলেটিকো মাদ্রিদ

রিয়াল ভ্যালাডোলিডকে শেষ মুহূর্তের একমাত্র গোলে হারিয়ে লা লিগার শীর্ষ চারে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে লা লিগার তিন নম্বরে অবস্থান করছে মাদ্রিদ।

শনিবার (২০ জুন) ম্যাচের ৮১তম মিনিটে স্প্যানিশ ফুটবলার ভিটোলোর একমাত্র গোলে জয় তুলে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। এর আগে গত বুধবার ওসাসুনা বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় পেলেও ভ্যালাডোলিডের বিপক্ষে তেমনটা হয়নি। সাদাসিদে ম্যাচে শেষ দিকে একমাত্র গোলে জয়ের দেখা পায় তারা।

ম্যাচের পুরো সময়ে গোলমুখে অ্যাথলেটিকো মাদ্রিদ শুট করেছে ১৩ বার। যার মধ্যে ৬ বারই গোলের টার্গেট নিয়ে শুট করা হয়েছে। অন্যদিকে রিয়াল ভ্যালাডোলিড মাত্র ২ বার টার্গেটসহ গোলমুখে সর্বমোট শুট করেছে ৬ বার।

এছাড়া পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রাখা অ্যাথলেটিকো মাদ্রিদ ফাউল বেশি করায় হলুদ কার্ড বেশি দেখেছে। দলটি খেলোয়াড়রা মোট ১৪ বার ফাইল করেছে, যার মধ্যে রেফারি চারবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিয়েছেন। বিপরীতে রিয়াল ভ্যালাডোলিড ১১ বার ফাউল করে দুইবার হলুদ কার্ড দেখেছে।

এদিকে এ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে ৩০ ম্যাচে ১৩ জয়, ১৩ ড্র এবং ৪ হারে মোট ৫২ পয়েন্ট নিয়ে লা লিগার তিন নম্বরে অবস্থান করছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে সেভিয়া। এছাড়া ৩০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রিয়াল ভ্যালাডোলিডর অবস্থান ১৩ নম্বরে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের প্রাণহানি

লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের প্রাণহানি

ফেরার আগেই মাঠের বাইরে ফেলিক্স

ফেরার আগেই মাঠের বাইরে ফেলিক্স

সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সেলোনা

সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সেলোনা

বার্সেলোনার ম্যাচে মাঠে মেসি ভক্ত

বার্সেলোনার ম্যাচে মাঠে মেসি ভক্ত