ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি-এ ফের মাঠে গড়াচ্ছে। এদিকে ফুটবল দলগুলোর কোয়ারেন্টাইন শিথিলে সম্মত হয়েছে ইতালীর সরকার। সরকারের এমন সিদ্ধান্তে প্রশংসা করেছেন ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলি গ্রাভিনা।
সরকারের প্রশংসা করে তিনি বলেন, এর মাধ্যমে লিগ শেষ করার পথে আরও একধাপ অগ্রগতি হলো। কোভিড -১৯ পরীক্ষায় কোন খেলোয়াড় বা কর্মকর্তার ফলাফল পজিটিভ হলে গোটা দলেরই দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল ইতালীয় সরকার। যা টুর্নামেন্টটি যথাসময়ে সম্পাদনে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
তিনি বলেন, তবে ওই নিয়ম শিথিলে সবুজ সংক্ষেত দিয়েছেন ইতালীর স্বাস্থ্যমন্ত্রী রবার্তো এসপ্রানজা। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিকেই আইসোলেশনে যেতে হবে। তবে স্টাফ এবং খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে এবং ম্যাচের দিন দ্রুত তাদের পরীক্ষার আওতায় আনা হবে।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শনিবার (২০ জুন) থেকে আবারও মাঠে ফিরছে সিরি-এ ফুটবল লিগ। প্রথম দিনেই তুরিনো আতিথেয়তা দেবে পারমার। কাগলিয়ারি খেলতে যাবে হেলাস ভেরোনায়। পরের দিন রোববার আটালান্টার অতিথি হবে সাসুলো, আর ইন্টার মিলান সফর করবে সাম্পদোরিয়া।
ল্যাৎসিওর চেয়ে এক পয়েন্টে এগিয়ের থেকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাস সোমবার মুখোমুখি হবে বলগনার। টানা নবমবারের মতো লিগ শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছে জুভরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]