করিম বেনজেমার জোড়া গোল ও মার্কো অ্যাসেনসিও এক গোলের সুবাদে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে এ জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার থেকে এখনও ২ পয়েন্টে পিছিয়ে গ্যালাকটিকোরা।
মাদ্রিদের আলফার্দো দি স্তেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে আতিথেয়তা জানায় রিয়াল। গত ডিসেম্বরে লিগের প্রথম দেখায় সফরকারীদের তাদেরই মাঠে যোগ করা সময়ে হারিয়েছিল গ্যালাকটিকোরা।
ঘরের মাঠ অবশ্য প্রথমার্ধে রিয়ালের কঠিন পরীক্ষাই নেয় ভ্যালেন্সিয়া। ম্যাচের ২০ মিনিটে গ্যালাকটিকোদের জালে বলও জড়িয়েছিলো সফরকারীরা। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা জিনেদিন জিদানের শিষ্যরা অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে এডেন হ্যাজার্ডের দ্রুত পাসে দলকে লিড এনে দেন বেনজেমা।
তবে ইনজুরির কারণে প্রায় পুরো মৌসুমে মাঠের বাইরে থাকা অ্যাসেনসিও ৭৪ মিনিটে বদলি নেমে এক মিনিট না যেতেই চমক দেখান। মেন্দির ক্রস থেকে গোল করেন। পরে ৮৬তম মিনিটে এই স্প্যানিশের পাসেই জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা।
এ বড় জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রইল রিয়াল। ২৯ ম্যাচে ১৮ জয়ে ৬২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]