অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড সিলভার সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক শেষ হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে করোনার কারণে তার চলে যাওয়াটা কিছুটা দীর্ঘায়িত হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব সূত্র।
চলতি মৌসুমের শেষেই তার সাথে সিটির চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চ্যাম্পিয়নস লিগ পিছিয়ে যাওয়ায় এখন শেষ হওয়া পর্যন্ত সিলভা সিটিতেই থাকছেন। করোনার কারণে পিছিয়ে যাওয়ায় আগামী আগস্টে চ্যাম্পিয়নস লিগের মৌসুম শেষ হবে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ক্লাবটির কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন ইউরোপীয়ান মৌসুম শেষ হওয়া পর্যন্ত স্প্যানিশ এই তারকা ইংল্যান্ডেই থাকছেন।
এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ তিনি এখানেই থাকছেন। কিন্তু হতাশার কথা হলো সে তার শেষ ম্যাচ দর্শকদের ছাড়াই খেলবে। কিন্তু আমি নিশ্চিত যখন সবকিছু স্বাভাবিক হবে দর্শকরা ঠিকই তাদের প্রিয় তারকার প্রতি কৃতজ্ঞতা জানাবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কারও ক্যারিয়ার শেষ করা কাম্য নয়, বিশেষ করে ডেভিডের তো নয়ই। ক্লাবের সাথে ডেভিডের একটি চুক্তি হয়েছে এবং সেই অনুযায়ী সে আরও কিছুদিন সিটিতেই থাকছেন।’
সিটিজেনদের হয়ে গত ১০ বছরে সিলভা ১১টি বড় শিরোপা জয় করেছেন। যার মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা। ২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে আসার পর সিটির হয়ে এ পর্যন্ত ৪০০’রও বেশি ম্যাচ খেলেছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]