কাতার বিশ্বকাপ ভেন্যুর ভার্চুয়ালি উদ্বোধন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ এএম, ১৮ জুন ২০২০
কাতার বিশ্বকাপ ভেন্যুর ভার্চুয়ালি উদ্বোধন

কাতার ফিফা বিশ্বকাপের জন্য নবনির্মিত এডুকেশন সিটি স্টেডিয়ামের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। স্টেডিয়ামটির উন্মুক্ত করতে করোনাভাইরাসের কারণে আড়ম্বর কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

কাতারের ফিলহারমোনিক অর্কেষ্ট্রা দলটি মাস্ক ও গ্লাভস পরিহিত অবস্থায় মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুরের মূর্ছনায় স্টেডিয়ামটিকে সকলের কাছে পরিচয় করিয়ে দেন। এ সময় তাদের চারপাশে মোমবাতি জ্বালিয়ে স্টেডিয়ামের সকল নির্মাণ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

করোনা মহামারীর মধ্যেও তাদেরকে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মূলত বিশ্বের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

৪০ হাজার ধারণক্ষমতা স্টেডিয়ামটি ২০২২ কাতার বিশ্বকাপের সাতটি ভেন্যুর মধ্যে অন্যতম। উদ্বোধনী অনুষ্ঠানে পর ২০২২ বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসির আল-খাতের বলেন, ‘এ সবই আশার বাণী। অবশ্যই সারা বিশ্বজুড়ে যারা সামনে থেকে এই করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এটা তাদের কাজের প্রতি একটি ক্ষুদ্র উপলব্ধি।’

গত বছর ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় পরবর্তীতে তা বাতিল করা হয়। এখনো পর্যন্ত এখানে কোন ধরনের ম্যাচ আয়োজন করা হয়নি।

চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপের জন্য নির্মিত তিনটি স্টেডিয়ামের বেশ কিছু নির্মাণ শ্রমিকের দেহে করোনা সংক্রমন ধরা পড়ে। এই শ্রমিকরা সাধারণত এক জায়গায় অনেকে একত্রে বসবাসের কারণে তাদের মধ্যে এই ভাইরাস প্রতিরোধ করা বেশ কঠিন হয়ে পড়েছিল।

নাসির দাবি করেন, ২০২২ বিশ্বকাপের জন্য ৮০ শতাংশেরও বেশি অবকাঠামো ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে।

এদিকে টুর্নামেন্টের অবকাঠামো নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল হাসান আল-থাওয়াড়ি বলেছেন, করোনা মহামারীর মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে যেকোনভাবেই হোক আমরা তা সম্পন্ন করেছি। এ ক্ষেত্রে আমাদের সকলের ইতিবাচক মনোভাব পোষণ করা জরুরি ছিল। একই সাথে সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাও চ্যালেঞ্জিং ছিল।

এক ভিডিও বার্তায় ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এখনো যারা কোভিড-১৯ মহামারির সাথে লড়াই করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এডুকেশন সিটিতে নতুন স্টেডিয়ামটি আমাদের একটি কথাই মনে করিয়ে দিচ্ছে, তা হলো- ফুটবল খুব শিগগিরই মাঠে ফিরছে।’

স্টেডিয়ামটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু হবে। ২০২২ কাতার বিশ্বকাপ শুরু হতে এখনো আড়াই বছর বাকি। ইতোমধ্যেই আয়োজক দেশটি ৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন একেবারে নতুন স্টেডিয়াম আল-জানুব’র উদ্বোধন করেছে। পুরোনো আন্তর্জাতিক ভেন্যু খালিফা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডেরও সংষ্কার কাজ সম্পন্ন করেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

ছয় মিনিটে ৩ গোল, পয়েন্ট ভাগভাগি গ্রানাডা-বেতিসের

ছয় মিনিটে ৩ গোল, পয়েন্ট ভাগভাগি গ্রানাডা-বেতিসের

টানা জয়হীন থাকার রেকর্ড গড়লো শালকে

টানা জয়হীন থাকার রেকর্ড গড়লো শালকে

বার্সেলোনার ম্যাচে মাঠে মেসি ভক্ত

বার্সেলোনার ম্যাচে মাঠে মেসি ভক্ত