বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোচদের দীর্ঘ মেয়াদে দায়িত্বে থাকার নজির নেই বললেই চলে। দেশি-বিদেশি সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য। ব্যতিক্রম কেবল জেমি ডে’র ক্ষেত্রে। টানা দুই বছর বাংলাদেশের প্রধান কোচ হিসেবে থাকার পর আবারও নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন ইংলিশ কোচ জেমি ডে।
জেমি ডে’র সাথে চুক্তি নবায়ন করার বিষয়টি মঙ্গলবার (১৬ জুন) নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফেডারেশনে পক্ষ থেকে জানানো হয়, আগামী আগষ্ট থেকে এই চুক্তির মেয়াদ শুরু হবে এবং শেষ হবে ২০২২ সালে।
আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশ ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে’র সঙ্গে আমাদের দুই বছরের চুক্তি বাড়ানোর যে বিষয়টা চূড়ান্ত করার কথা ছিলো সেটাই আমরা চূড়ান্ত করেছি। ভার্চুয়ালি আমরা আজকে চুক্তি সাক্ষর করে ফেলেছি। জেমি ডে’ও তা নিশ্চিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘২০২০ সালের আগস্টের মাঝামাঝি সময় থেকে ২০২২ সালের আগস্টের মাঝামাঝি পর্যন্ত চুক্তির বিষয়টি সম্পন্ন করেছি। কালকে (১৭ জুন) দুপুর ১২টার সময় আমাদের জাতীয় দল কমিটির একটা সভা রয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করবো।’
চুক্তি নবায়নের ব্যাপারে কোচ জেমি ডে বলেন, ‘এখন আমি জাতীয় দলের আরও উন্নয়ন ও অগ্রগতির কথা চিন্তা করছি। অক্টোবর আর নভেম্বরে আমাদের কঠিন চারটা ম্যাচ আছে। আমি অধীর আগ্রহে আছি খেলায় ফেরার জন্য এবং জাতীয় দলের ফুটবলারদের ক্যাম্পের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে পুরো প্রস্তুত করার জন্য।’
২০১৮ সালের ১৭ই মে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ১৯ ম্যাচ খেলে বাংলাদেশ। যা দেশের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৮ জয়ের পাশাপাশি ড্র ২টি ও হার বাকি ৯ টিতে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]