করোনা পরবর্তী লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্রানাডা ও রিয়েল বেতিস। ম্যাচের শুরুতে গোল দিয়ে এগিয়ে গেলেও শেষ ছয় মিনিটে গোল পাল্টা গোলে শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু’দল। ফলে দল দুটির নামের পাশে সমান এক পয়েন্ট করে যোগ হয়েছে।
সোমবার ভোর রাতে (বাংলাদেশ সময়) লা লিগার ম্যাচে কার্লোস ফার্নান্দজের গোল মাত্র ১৬ মিনিটেই এগিয়ে যায় গ্রানাডা। ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রামণ পাল্টা আক্রমণ করলে গোলের দেখা পাচ্ছিল না কোন দল। তবে ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়েল বেতিস। ফলে সার্জিও ক্যানালেসের পেনাল্টি শুটে সমতায় ফেরে বেতিস।
সমতা ফেরার মাত্র ৩ মিনিট পর ম্যাচের ৮৮ মিনিটে ক্রিস্টিয়ান টেল্লোর গোলে লিড পেয়ে যায় বেতিস। ২-১ এগিয়ে গেলেও জয় পায়নি বেতিস। ম্যাচের ইনজুরি সময়ের প্রথম মিনিটেই (৯১ মিনিটে) কনার কিন থেকে বল পেয়ে বেটি রবার্তো সালদাদো। ফলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বেতিন ও গ্রানাডা।
এই ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে মোট ৪২ পয়েন্টে লা লিগা ৮ নম্বরে রয়েছে গ্রানাডা। এছাড়া ৩৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে রিয়েল বেতিস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]