ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ডের স্ট্রাইকার টরি ডিনি মনে করেন, প্রতিটি ফুটবল দলেই সম্ভবত অন্তত একজন করে সমকামী খেলোয়াড় রয়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাকারে এমনটাই জানিয়েছেন তিনি।
তার সন্দেহ সমকামী ফুটবলাররা খেলার সময় তাদের যৌনতা প্রকাশ পেলে তাদের অনুসরণ করার আশঙ্কায় আতঙ্কিত। তবে ৩১ বছর বয়সী এই ফুটবলারের দাবি একজন শীর্ষ খেলোয়াড় যদি বেরিয়ে আসে, অন্যরা তার নেতৃত্ব অনুসরণ করবে।
তিনি বলেন, ‘আমি এইটুকু বলতে পারি যে, প্রতিটি ফুটবল দলেই অন্তত একজন সমকামী রয়েছে। তারা যে দলে আছে সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। তবে সবার আগে এই দায় কেউ নিজের কাঁধে নিতে চাইছে না। এ জন্য তারা আতঙ্কিত।
তিনি আরও বলেন, ‘এটি নিশ্চিত একজন বেরিয়ে আসলে তার অনুসরণে আরও অনেক বেরিয়ে আসবে। আমি নিশ্চিত যদি শীর্ষ কোন তারকা সবার আগে ঘোষণা দেয়, তাহলে এক সপ্তাহের মধ্যে অন্তত ১০০ জন খেলোয়াড় তার দেখাদেখি বেরিয়ে আসবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]