স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে ১৪ জুন শুরু হচ্ছে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ। এবার বিশ্বকাপে বাংলাদেশ থেকে সরাসরি খেলা দেখার সুযোগ পাচ্ছেন ২৯০ জন। ফিফার কাছ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৯০টি টিকিট পেয়েছে।
রাশিয়া বিশ্বকাপের বাংলাদেশের পাওয়া টিকিট বণ্টনের জন্য ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। এদিকে একজন দুটির বেশি টিকিটের জন্য আবেদন করতে পারবেন না।
তবে কারা এসব টিকিট ক্রয় করতে পারবেন তা এখনো জানানো হয়নি। এছাড়া ক্রেতাদের অবশ্যই বাফুফের নির্বাহী কমিটির সদস্য, বাফুফের সদস্য সংস্থাগুলোর কর্মকর্তা, ক্লাব কর্মকর্তারা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, বাফুফেতে কর্মরত কর্মকর্তারা ও ফুটবলার হতে হবে। অর্থাৎ সাধারণ দর্শকের জন্য কোনো টিকিটের ব্যবস্থাই রাখেনি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এদিকে ইতোমধ্যে ফুটবল বিশ্বকাপের অনলাইনে টিকিট কাটার সময় শেষ হয়ে গেছে। বাংলাদেশ থেকে অনেকেই হয়তো অনলাইনে টিকিট নিয়েছেনও। ফিফার কাঝ থেকে পাওয়া ২৯০ টিকিটের ভাগ পাবেন না সাধারণরা।
প্রতিটি ম্যাচেরই তিন ক্যাটাগরির টিকিট পেয়েছে বাফুফে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য সবচেয়ে বেশি। উদ্বোধনী ও ফাইনালের তিন ক্যাটাগরির টিকিটের মূল্য যথাক্রমে ৫৫০, ৩৯০, ২২০ এবং ১১০০, ৭১০ ও ৪৫৫ ডলার। গ্রুপ পর্যায়ের ম্যাচের সর্বনিম্ন ক্যাটাগরি টিকিটের মূল্য ১০৫ ডলার। এছাড়া প্রতি টিকিটের সঙ্গে বাফুফে ১০ শতাংশ সার্ভিস চার্জ রয়েছে।