বর্তমানে মেক্সিকোতে করোনাভাইরাসের সংক্রমণ বিপদজনক হারে বেড়ে গেলেও তাতে লিগ শুরু হতে কোন সমস্যা হবে না বলেই ইঙ্গিত পাওয়া গেছে। আর সে কারণেই জুলাই মাসের ২৪ তারিখ থেকে মেক্সিকোতে শুরু হওয়ার কথা রয়েছে লিগা এমএক্স।
পেশাদার ক্লাব পুয়েবলা জানিয়েছে, একজন খেলোয়াড় ও একজন স্টাফসহ ক্লাবের তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে লিগা এমএক্সের ৩৫জন খেলোয়াড়ের দেহে করোনার সংক্রমণ ধরা পড়লো। এদের সাথে রয়েছেন লিগা এমএক্সের সভাপতি এনরিকে বোনিলাও। ২০ মার্চ বোনিলার দেহে করোনার অস্তিত্ব ধরা পড়লেও তারপর থেকে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
পুয়েবলার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে ৫৫টি পরীক্ষার মধ্যে তিনটি ফলাফল পজিটিভ এসেছে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিতে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে মেক্সিকো। ১২ ও ১৩ জুন সেখানে যথাক্রমে ৫,২২২ ও ৩,৪৯৪ ব্যক্তির দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে । ওই দুইদিনে প্রায় এক হাজার জন মৃত্যুবরণ করেছে।
লিগকে সামনে রেখে মেক্সিকোর বড় চারটি দল ক্লাব আমেরিকা, ক্রুজ আজুল, পুমাস ও এবং শিভাস কঠোর স্বাস্ব্যবিধির মধ্যে সোমবার (১৪ জুন) থেকে অনুশীলনে ফিরেছে। এই মুহূর্তে শুধুমাত্র ব্যক্তিগত কিংবা ছোট গ্রুপে অনুশীলনের অনুমতি রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]