নেইমারের ক্লাব ছাড়ছেন সিলভা ও কাভানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ এএম, ১৫ জুন ২০২০
নেইমারের ক্লাব ছাড়ছেন সিলভা ও কাভানি

চলতি মাসেই প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ফুটবল তারকা থিয়াগো সিলভা ও এডিনসন কাভানির। এরপর তারকা যুগল নেইমারের ক্লাব পিএসজি ছেড়ে চলে যাবেন। ক্লাবটির ক্রীড়া পরিচালক লিওনার্দো বিষয়টি নিশ্চিত করেছেন।

লে জার্নাল দো ডিমান্সে পক্রিকায় তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা (চুক্তির) ইতি টানতে যাচ্ছি। আমাদেরকে একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে। এরা এমন খেলোয়াড়, যারা ক্লাবকে নতুন ইতিহাসে পৌঁছে দিয়েছেন। আমাদের দরকার ছিল সঠিক সিদ্ধান্তের। এখানে যেমন আর্থিক বিষয় জড়িত তেমনি নতুন প্রজন্মের যে খেলোয়াড় আসছে তাদের বিষয়টিও রয়েছে।’

চলতি সপ্তাহের শুরুর দিকেই ব্রাজিলীয় সেন্টার ব্যাক, পিএসজি অধিনায়ক সিলভা গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। কারণ ছিল, ২০১২ সালে এসি মিলান থেকে আসা এই ফুটবল তারকা প্রাক দেশ প্রিন্সেসে থাকছেন না। এ মাসের শেষভাগেই ইতি ঘটবে সিলভার চুক্তির মেয়াদ। একই অবস্থা উরুগুয়ে স্ট্রাইকার কাভানিরও।

৩৩ বছর বয়সে পা রাখা কাভানি ২০১৩ সালে নাপোলি ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন ৬৪ মিলিয়ন ইউরোতে। প্যারিসে এসে ২০০ গোল করে তিনি আসন গেড়েছেন ক্লাবের সর্বকালের সর্বাধিক গোলদাতার তালিকায়। তবে এ মৌসুমের শুরুতে ইন্টার মিলান থেকে ধারে মাউরো ইকার্ডি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে নড়বড়ে হয়ে ওঠে কাভানির অবস্থান।

ফরাসি ফুটবলে পিএসজিকে অপ্রতিদ্বন্দ্বি করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিলভা ও কাভানি। তবে ইউরোপীয় আসরে হতাশ করার জন্যও স্মরণীয় হয়ে থাকবেন তারা। ধারে আসলেও সম্প্রতি পিএসজিতে স্থায়ীভাবে থিতু হয়েছেন ইকার্ডি। তবে করোনা ভাইরাসের কারণে ম্যাচের ১০টি পর্ব বাকি থাকতেই লিগের ইতি টানায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কাতারী মালিকানাধীন ক্লাবটিকে।

টানা তৃতীয়বারের মতো পিএসজিকে লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ক্লাবটির খেলা কমে যাওয়ায় লোকসান গুণতে হচ্ছে ২০০ মিলিয়ন ইউরো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে ফিরলে নেইমারের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

পিএসজিতে ফিরলে নেইমারের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ত্রাণের তালিকায় নেইমারের নাম!

ত্রাণের তালিকায় নেইমারের নাম!

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

৫০ শতাংশ বেতন ছেড়ে দিলেন নেইমার-এমবাপেরা

৫০ শতাংশ বেতন ছেড়ে দিলেন নেইমার-এমবাপেরা