ভাইরাস সংক্রমণকালে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফুটবল লিগ শুরু করলো তানজানিয়া। করোনা মহামারি ছড়িয়ে পড়ায় মার্চে বিশ্বের অন্যন্য দেশের মতো তানজানিয়াও জাতীয় ফুটবল লিগ স্থগিত করে।
করোনা পরবর্তী শনিবার (১৩ জুন) পুনরায় শুরু হওয়া লিগের প্রথম ম্যাচে রেকর্ড ২২ বারের চ্যাম্পিয়ন ইয়ং আফ্রিকান তাদের অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে মাওয়াদিকে হারিয়েছে। দিনের অপর ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও সফরকারী নামুঙ্গোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কোস্টাল ইউনিয়ন।
দিনের অপর দুই ম্যাচে ঘরের মাঠের সুবিধাকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে টেবিল টপার সিমবা ও আজাম। ৭১ পয়েন্ট সংগ্রহকারী সামবার হাতে লিগের আরও ১০টি ম্যাচ রয়েছে।
যৌথভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আজাম ও ইয়ং আফ্রিকান। দুই দলের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৫১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে নামুঙ্গো।
মার্চের মাঝমাঝি সময়ে আফ্রিকা অঞ্চলে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়লে তানজানিয়া ২০ ক্লাবের অংশগ্রহণে চলমান জাতীয় চ্যাম্পিয়নশীপ স্থগিত ঘোষণা করে। আফ্রিকান সেন্টার ফর ডিজেজ কন্ট্রোলের হিসাব অনুযায়ী ১৩ জুন পর্যন্ত মহাদেশটিতে ওই ভারইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৫ হাজার ১২৬ জন এবং মারা গেছে ৬ হাজার ৫১ জন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]