প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় মার্চ থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফুটবল। সম্পতি ক্লাব ফুটবল মাঠে ফিরলে আন্তর্জাতিক ফুটবল ফিরতে আরও সময় প্রয়োজন। বৈশ্বিক এই মহামারিতে স্থগিত রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও। ফলে ফিফা র্যাংকিংয়েও আসেনি কোনো পরিবর্তন।
বৃহস্পতিবার (১১ জুন) সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে যথারীতি এক নম্বরে আছে বেলজিয়াম।
বেলজিয়ামের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। এছাড়া পঞ্চম স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে ব্রাজিল, ইংল্যান্ড এবং উরুগুয়ে। আর সেরা দশের বাকি দেশগুলো হলো- ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা এবং কলম্বিয়া।
এছাড়া এ বছর কোনো ম্যাচ না খেলা বাংলাদেশের সর্বশেষ র্যাংকিংয়েও কোনো পরিবর্তন হয়নি। ৯১৪ পয়েন্ট নিয়ে ১৮৭তম স্থানে রয়েছে জামাল ভূঁইয়ার দল। আর ২০০ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৬৭। তবে ১১৮৭ পয়েন্ট নিয়ে ১০৮ নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল।
গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর চলতি বছর জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলেছিল বাংলাদেশ দল। এরপর মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনার কারণে চারটি ম্যাচ স্থগিত হয়ে গেছে। আফগানিস্তান, কাতার, ভারত এবং ওমানের বিপক্ষের এসব ম্যাচ অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]