রোনালদোর পেনাল্টি মিস, তবুও ফাইনালে জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ১৩ জুন ২০২০
রোনালদোর পেনাল্টি মিস, তবুও ফাইনালে জুভেন্টাস

করোনা পরবর্তী মাঠে ফিরে অনেকটাই অনুজ্জ্বল ছিলেন ক্রিস্টিয়ানো রোলানদো। যে কারণে ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি। নির্ধারিত সময় শেষে ম্যাচটি গোল শূন্য সমতা হলে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোপা ইতালিয়ানোর ফাইনালে উঠেছে জুভেন্টাস।

ইতালিতে ফুটবল ফিরলেও জুভেন্টাস-মিলানের ম্যাচটিতে উচ্ছ্বাস ফেরেনি। স্বাগতিক জুভেন্টাসের অ্যালিয়েঞ্জের সবুজ গালিচার রোনালদো-দিবালার পায়ের স্পর্শও যেন ঘুম ভাঙেনি। দর্শকশূন্য ফুটবল ম্যাচটি ছিল যেন পাড়ার কোন খেলা।

ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি পেয়ে গোল মিস করেন রোনালদো। এর পরপরই ফাউল করায় লাল কার্ড খেয়ে মাঠে ছাড়েন এসি মিলানের স্ট্রাইকার আনতে রেবিচ। ম্যাচের শুরুতেই একজন কম নিয়ে খেললেও মিনালের গোল পোস্টে বল জড়াতে পারেনি জুভেন্টাস।

তবে ম্যাচে দু-তিনটা বিচ্ছিন্নভাবে সুযোগ ছাড়া পুরো ম্যাচ জুভেন্টাসের নিয়ন্ত্রণে ছিল। গোল বিহীন ম্যাচে বাকি সময় দু’দলের ফুটবলারদের বল চালাচালি দেখতে হয়েছে।

ঘরের মাঠে রোনালদোরা এসি মিলানের গোলবারে শট নিয়েছে সাতটি। তবে সবগুলো জোরালো ছিল না। তবে করোনার কারণে ইতালিতে সবধরনের ফুটবল বন্ধ হওয়ার আগে প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ গোলের সমতা করেছিল জুভরা। ওই অ্যাওয়ে গোলের কল্যাণে এই ম্যাচে ড্র করেও ফাইনালে উঠে গেছে রোনালদোরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও স্থগিত রোমানিয়া ফুটবল লিগ

আবারও স্থগিত রোমানিয়া ফুটবল লিগ

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য

ভারতীয় ফুটবল লিগ থেকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

ভারতীয় ফুটবল লিগ থেকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি