চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বের বাকি খেলা লিসবনে!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ১৩ জুন ২০২০
চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বের বাকি খেলা লিসবনে!

করোনার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ। করোনার পরবর্তী সময়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বের বাকি খেলা লিসবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে, জার্মানের বিল্ড পত্রিকা। আগামী ২২ বা ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

বিল্ডের মতই ইউরোপের অন্যান্য গণমাধ্যমেও এমন রিপোর্ট প্রকাশিত হয়েছে। আগামী ১৭ জুন (বুধবার) উয়েফার নির্বাহী কমিটির ভিডিও কনফারেন্সের সময় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করছেন তারা।

বিল্ডের রিপোর্টে আরও বলা হয়েছে, ইউরোপা লিগের সমাপনী পর্ব সরিয়ে আনা হবে জার্মানিতে। অনুষ্ঠিত হতে পারে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কোলনে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। কিন্তু শেষ ষোলোর ম্যাচ চলাকালে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মার্চের মধ্যভাগ থেকে বন্ধ হয়ে যায় ফুটবলসহ সব ধরনের খেলাধুলা।

ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পোল্যান্ডের শহর গডেনস্কে। সচরাচর দুই লেগে আয়োজন করার নিয়ম রয়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের ম্যাচগুলো। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দুটি টুর্নামেন্টেরই খেলা হবে একটি করে।

চ্যাম্পিয়নস লিগে অবশ্য শেষ ষোলোর চারটি দ্বিতীয় লেগের খেলাও বাকি রয়েছে। জুভেন্টাসের আতিথ্য দেওয়ার কথা রয়েছে লিয়ঁকে। আর ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। চেলসির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। আর ইতালিতে প্রথম লেগের ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে আছে বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় ফুটবল লিগ থেকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

ভারতীয় ফুটবল লিগ থেকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

জুলাইয়ে আসতে পারে ম্যানসিটির আপিলের রায়

জুলাইয়ে আসতে পারে ম্যানসিটির আপিলের রায়

লা লিগার প্রত্যাবর্তন ম্যাচে সেভিয়ার জয়

লা লিগার প্রত্যাবর্তন ম্যাচে সেভিয়ার জয়

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি