ভারতীয় ফুটবল লিগ থেকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৩ জুন ২০২০
ভারতীয় ফুটবল লিগ থেকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

ভারতের জনপ্রিয় পেশাদার ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবে খেলতে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় অস্পষ্ট তথ্য থাকলেও জামাল ভূঁইয়ার এজেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট-এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটটিতে এও বলা হয়, ভারতের জমজমাট লিগ আইএসএলে জামাল ভূঁইয়াও খেলতে আগ্রহী রয়েছেন।

২০১৯ সালে অক্টোবরে কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ ফুটবল দল। ওই ম্যাচে বাংলাদেশ দলের প্রাণভোমরা অধিনায়ক জামাল ভূঁইয়া অধীনে বাংলাদেশ ফুটবল দল স্বাগতিক ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল। শেষ মুহূর্তের গোলে ড্র করে বেঁচে ভারতীয় ফুটবল দল।ওই ম্যাচ থেকে জামাল ভূঁইয়ার ওপর চোখ পড়ে ভারতীয় ফুটবল সংগঠকদের।

ট্রান্সফার মার্কেটের প্রতিবেদনে জানানো হয়, আইএসএল-এর নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সাথে জামাল ভূঁইয়ার এজেন্টের আলোচনা চলছে। যদিও সেটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

জামাল ভূঁইয়ার এজেন্টের রবাত দিয়ে বলা হয়, ‌‌‘ক্লাব ও এজেন্টের মধ্যে আলোচনা এখন প্রাথমিক পর্যায়ে। ক্লাব থেকে জানানো হয়েছে, তারা এখনও তাদের কোচ চূড়ান্ত করেনি। কোচ নিয়োগের পর আলোচনা আরও এগিয়ে নেওযা হবে।’

এদিকে আলোচনা যদি পজিটিভ হয় তাহলে পরের মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে খেলতে দেখা যেতে পারে। জামাল ভূঁইয়া বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিংয়ের ফুটবলার।

এছাড়া জামাল ভূঁইয়া যদি আইএসএলে কোন ক্লাবে নাম লেখান তাহলে এ টুর্নামেন্টে খেলা দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার হবে তিনি। এর আগে এ টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অ্যাটলেটিকো ডি কলকাতায় যোগ দিয়েছিলেন।

২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় জামাল ভূঁইয়ার।সেই থেকে এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে ৪৩টি ম্যাচ খেলেছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

বাংলাদেশকে সাফ শিরোপার স্বাদ দিতে চান জামাল

বাংলাদেশকে সাফ শিরোপার স্বাদ দিতে চান জামাল

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ