দুই বছরের জন্য ইউরোপীয়ান নিষেধাজ্ঞার বিপক্ষে ম্যানচেস্টার সিটির করা আপিলের সিদ্ধান্ত আসতে পারে জুলাইয়ের প্রথমে।এমন তথ্যই দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন ভঙ করায় ম্যানচেস্টার সিটিকে দুই বছরের জন্য সব ধরনের ইউরোপীয়ান আসর থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ মিলিয়ন ইউরো আর্থিক জরিমানা করে উয়েফা।
যদিও প্রথম থেকেই উয়েফার এমন অভিযোগ অস্বীকার করে আসছিল বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা। করোনাভাইরাসের কারণে তিনদিন ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার সিটির করা আপিলের শুনানীর । তবে কোন সিদ্ধান্তে আসতে পারেনি সিএএস।
এক বিবৃতিতে সিএএস জানিয়েছে, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত আগামী মাসে হতে পারে। তবে নির্দিষ্ট কোন তারিখ এখনই বলা যাচ্ছে না। শুনানী শেষে উভয় পক্ষই তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।’
আগামী ১৭ জুন থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার আগেই ম্যানচেস্টার সিটি আপিলের রায় জেনে যাবে। পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটিজেনরা। রায় যদি সিটির বিপক্ষে যায় তবে টেবিলের পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার ভাগ্য খুলে যেতে পারে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]