প্রাণঘাতি করোনাভাইরাসে কারণে ৯৩ দিন পর মাঠে গড়ালো স্প্যানিশ ফুটবল লিগ। করোনা পরবর্তী এই ম্যাচে দর্শক শূন্য মাঠে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া। ম্যাচ শুরুর আগে করোনায় প্রাণ হারানো সকলের জন্য নীরবতা পালন করা হয়।
বৃহস্পতিবার (জুন ১১) দিনগত রাতে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় দুই দল। তবে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে। প্রথমার্ধে ম্যাচের ১০ মিনিটে ওকাম্পোসের শট পোস্টে লেগে ফিরে আসায় গোলের দেখা পায়নি সেভিয়া।
বিরতির পর শুরুতেই এগিয়ে যায় সেভিয়া। ডি-বক্সের ভেতরে বেতিসের মার্ক বারত্রা লুক ডি ইয়ংকে ফাউল করেন। ফলে ম্যাচের ৫৬ মিনিটে স্পট কিক থেকে সেভিয়াকে এগিয়ে দেন ওকাম্পোস।
After 9⃣3⃣ days...#LaLigaSantander returns with an EPIC derby victory for @SevillaFC_ENG!#ElGranDerbi 2-0 pic.twitter.com/VpnHKekzK0
— LaLiga English (@LaLigaEN) June 11, 2020
প্রথম গোলের মাত্র ৬ মিনিট পর আবারও গোল করে সোভিয়া। ম্যাচে ৬২ মিনিটে সতীর্থের কর্নার থেকে ওকাম্পোস ব্যাকহিল দিয়ে বল ফ্লিক করলে হেড দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেভিয়ার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দেস।
২-০ গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচের বাকি সময়। এ জয়ে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সেভিয়া। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
করোনাভাইরাসে প্রাণ হারানোদের স্মরণে ম্যাচ শুরুর আগে নীরবতা পালন ছাড়াও নির্দেশনা অনুযায়ী ডাগ আউটে থাকা খেলোয়াড়, স্টাফরা মাস্ক ব্যবহার করেছেন।
শনিবার (১৪ জুন) নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। ২৭ রাউন্ডে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিকে সেতিয়েনের দল। পর দিন নিজেদের মাঠে এইবারের বিপক্ষে খেলবে দ্বিতীয় স্থানে রয়েছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]