ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ইংলিশ ফুটবলার ডেলে আলিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে স্যোশাল মিডিয়ায় এক পোস্টের জন্য তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।
স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করার পর অলির বিরুদ্ধে বৈষম্য এবং অসন্তুষ্টির অভিযোগ আনা হয়েছিল। যেখানে তিনি এশিয়ার উপস্থিতি এবং করোনাভাইরাস প্রাদুর্ভাবের এক ব্যক্তিকে বিদ্রূপ করেছিলেন।
নিষেধাজ্ঞার কারণে এখন ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের হোম লিগ ম্যাচে খেলতে পারবেন না ডেলে আলি। লকডাউনের পর ইংলিশ প্রিমিয়ার লিগে দু’দলের এটাই প্রথম ম্যাচ হতে যাচ্ছে।
ফেব্রুয়ারিতে স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোস্ট করেছিলেন ২৪ বছরের তারকা প্লেমেকার ডেলে আলি। প্রাণঘাতি করোনাভাইরাসের মহামারী ও ভিডিওতে থাকা এক এশিয়ান লোককে নিয়ে বিদ্রুপ করেছিলেন ইংল্যান্ডের এ ফুটবল সুপারস্টার।
এদিকে ডেলে আলিকে শুধু এক ম্যাচ নিষিদ্ধই করা হয়েছে তা নয়, একই সঙ্গে তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানাও করেছে এফএ। এছাগা শিক্ষামূলক কার্যক্রমে তাকে অংশ নিতে হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]