নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। রোববার (৮ মার্চ) ভারতীয় মেয়েদের ৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা অর্জন করেন তারা।
আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বেকাপে বাংলাদেশসহ মোট দশটির দেশ অংশগ্রহণ করে। স্বাগতিক অস্ট্রেলিয়া হিসেবে দুর্দান্ত খেলে তারা।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ একটি ম্যাচেও জয় পায়নি। গ্রুপের অন্য দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সেরা দশটি ছবি নিয়ে স্পোর্টসমেইল২৪.কমে থাকছে ফটো ফিচার-
বিশ্বকাপ শুরুর আগে দশ দলের অধিনায়কদের নিয়ে আইসিসির ফটোসেশন, ছবি : আইসিসি
ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) উদ্বোধন হয় অস্ট্রেলিয়ার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসর, ছবি : আইসিসি
২৮ ফেব্রুয়ারি (২০২০) ক্যানবেরায় অনুষ্ঠিত মানুকা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে এভাবে ক্যামেরা বন্দি হন পাকিস্তানের নারী ক্রিকেটার ইরাম জাভেদ, ছবি : আইসিসি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সালমা-সুলতানাদের উৎসাহ দিতে গ্যালারিতে ক্ষুদে দর্শক, ছবি : আইসিসি
২৩ ফেব্রুয়ারি (রোববার) ইংল্যান্ডের সাথে ম্যাচ জয়ের পর এভাবেই উল্লাস করেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা, ছবি : আইসিসি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির কারণ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল পরিত্যক্ত হলে ইংল্যান্ডকে বিদায় জানিয়ে ফাইনালে উঠে ভারত। দুই অধিনায়কের করমর্দন, ছবি : আইসসি
শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠেই সেলফিতে মাতেন অস্ট্রেলিয়ার মেয়েরা, ছবি: আইসিসি
ভারতীয় মেয়েদের বড় ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতো নারী-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা হাতে জয়োল্লাসে অস্ট্রেলিয়ার মেয়েরা, ছবি : আইসিসি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া মেয়েদের ফটোসেশন, ছবি আইসিসি।।