চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। বিশ্বের সকল বড় বড় দল, বড় বড় তারকারা অংশ নিচ্ছে এই দুই টুর্নামেন্টে। ক্লাব ফুটবলে অনেকেই দাপটের সাথে খেললেও অনেকেই জাতীয় দলে ব্যর্থ। আন্তর্জাতিক ফুটবলে সফল তথা সর্বাধিক গোল করার রেকর্ডের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ের। মেসি-রোনালদোদের ছাপিয়ে তিনি এখনও নিজের করে রেখেছেন এই রেকর্ড। যদিও দাইয়ের সাথে মেসি-রোনালদোর তুলনা চলেনা, তবুও গোলের পরিসংখ্যানে তিনিই এগিয়ে।
প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে ইরানের হয়ে তিনি খেলেছেন ১৪৯টি ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ১০৯টি। দাইয়ের পেছনেই রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
দাইয়ের চেয়ে বেশি সংখ্যক ম্যাচ (১৭৬) খেলা রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল সংখ্যা ১০৯টি। রোনালদোর পরেই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরেক অপরিচিত মুখ মুখতার দাহারি।
মালেশিয়ার এই ফুটবলার তার ফুটবল ক্যারিয়ারে ১৫ বছরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৪২টি। তার মোট গোল সংখ্যা ৮৯টি। চার নম্বরে থাকা হাঙ্গেরির লিজেন্ড ফেরেঙ্ক পুসকাস তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন।
মাত্র ৮৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই অবিশ্বাস্যভাবে তার গোল সংখ্যা ৮৪টি ! অর্থাৎ গোলের গড় হিসেব করলে প্রতি ম্যাচের তার রয়েছে গোল। আর্ন্তজাতিক ফুটবলে গোল সংখ্যায় পাঁচ নম্বরে রয়েছেন জাম্বিয়ার সাবেক ফুটবলার গডফ্রে চিতালু। ১০৮ ম্যাচে তার গোল সংখ্যা ৭৯টি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]