ফুটবল মাঠে প্রাণ হারিয়েছেন যারা

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৫ জুন ২০২১
ফুটবল মাঠে প্রাণ হারিয়েছেন যারা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের ম্যাচ চলাকালীন সময়ে মাঠেই হার্ট অ্যাটাক করেন ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। সারা বিশ্ব প্রার্থনায় বসে এরিকসনের জন্য। মাঠে রীতিমত নিথর হয়ে পড়েছিলেন এরিকসন। নির্মম দৃশ্য দেখে কেঁদেছিল পুরো ফুটবল বিশ্ব। মাঠে সুস্থ করা সম্ভব না হলে বাধ্য হয়ে তাকে নিতে হয় হাসপাতালে। সেখানেই আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে ক্রিস্টিয়ান এরিকসনের। দুঃশ্চিন্তা মুক্ত হয় ফুটবল বিশ্ব।

ক্রিস্টিয়ান এরিকসনের ভাগ্য সুপ্রসন্ন ছিল, মাঠে জ্ঞান হারিয়ে ফেলার পরও দেখেছেন দুনিয়ার আলো। তবে তার মত আরও কয়েকজন মাঠে জ্ঞান হারিয়েছিলেন। তবে সবার ভাগ্য এতটা সুপ্রসন্ন ছিল না, দুনিয়ার মায়া ত্যাগ করেছেন এ রকম ঘটনার শিকার হওয়া কয়েকজন ফুটবলার।

শেয়িক তিওতে

শেয়িজ তিওতে ছিলেন আইভেরি কোস্টের ফুটবলার। ক্লাব ক্যারিয়ারে নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে খেলতেন তিনি। সেখানেই মৃত্যু বরণ করে নেন তিনি। ২০১৭ সালের একদিন মাঠে অনুশীলন করার সময় হটাৎই অজ্ঞান হয়ে পড়েন তিনি। অজ্ঞান হওয়ার সাথে সাথেই হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। পৃথিবীর মায়া ত্যাগ করেন শেয়িক তিওতে।

ফিল ও' ডোনেল

ফিল ও' ডোনেল ছিলেন স্কটিশ ক্লাব মাদারওয়েলের অধিনায়ক। মাদারওয়েলের হয়ে ডান্ডির বিপক্ষে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ও' ডোনেল। ৩৫ বছর বয়সে ২০০৭ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ফিল ও' ডোনেলের পরিবর্তে ফুটবলার নামানোর আগ মুহূর্তেই মারা যান তিনি।

অ্যান্টেনিও পুয়ের্তা

স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে অ্যান্টেনিও পুয়ের্তা। মাত্র ২২ বছর বয়সে মাঠে হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্প্যানিশ ক্লাব গেটাফের বিপক্ষে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন পুয়ের্তা। ম্যাচের ৩৫তম মিনিটে নিজের গোলবারের দিকে জগিং করার সময়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুয়ের্তাকে। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও টিকে থাকতে পারেননি অ্যান্টেনিও পুয়ের্তা। তার মৃত্যুর পর চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। এ কারণেই তাকে বাচানো সম্ভব হয়নি।

মার্ক ভিভিয়ান ফো

মার্ক ভিভিয়ান ফো ছিলেন ক্যামেরুনের ফুটবলার। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৩ সালে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সময় ৭২তম মিনিটে হৃদরোগে আক্রান্ত হন ফো। সাথে সাথেই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে তার কিছুক্ষণ পরেই পৃথিবীর মায়া ত্যাগ করেন মার্ক ভিভিয়ান ফো।

ক্রিস্টিয়ানো জুনিয়র

ক্রিস্টিয়ানো জুনিয়রের মৃত্যু ছিলো সবচেয়ে মর্মান্তিক। ভারতীয় ফুটবলের সবচেয়ে বেদনাদায়ক ঘটনার ক্রিস্টিয়ানো জুনিয়েরর মৃত্যু। ২০০৪ সালে মোহানবাগান এবং ডেম্পোর মধ্যকার ম্যাচে ক্রিস্টিয়ান জুনিয়ের মৃত্যু ঘটে। এ ম্যাচে মোহনবাগান গোলরক্ষক সুব্রত পালের সাথে জুনিয়েরর ধাক্কাধাক্কি হয়। এ সময়ই মাঠে জ্ঞান হারিয়ে বসেন ক্রিস্টিয়ান জুনিয়র। এ সময়ে মাঠে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এ কারণেই মাত্র ২৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন ক্রিস্টিয়ান জুনিয়র।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসি হল অব ফেমে ফ্লাওয়ার-সাঙ্গাকারাসহ ১০ ক্রিকেটার

আইসিসি হল অব ফেমে ফ্লাওয়ার-সাঙ্গাকারাসহ ১০ ক্রিকেটার

জিম্বাবুয়ে স্থগিত ক্রীড়াঙ্গন, শঙ্কায় বাংলাদেশের সফর

জিম্বাবুয়ে স্থগিত ক্রীড়াঙ্গন, শঙ্কায় বাংলাদেশের সফর

বিশ্বকাপ ফাইনালিস্টদের হারিয়ে ইতিহাস গড়লো ইংল্যান্ড

বিশ্বকাপ ফাইনালিস্টদের হারিয়ে ইতিহাস গড়লো ইংল্যান্ড

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা