২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তানের দ্বৈরথের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে যাওয়ায় অস্বীকৃতি জানায়। আর তাতেই পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি হয় শঙ্কা।
পাকিস্তান জানিয়েছিল, বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুতে অনুষ্ঠিত করা হবে এবারের এশিয়া কাপ। তবে নতুন খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মাঝে এশিয়া কাপের হোস্টিং অধিকার বিনিময় করতে সম্মত হয়েছে। যার ফলে পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ!
পিসিবির একটি সূত্র জানায়, দুটি বোর্ড তাদের টুর্নামেন্ট বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। তাই এ বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। চুক্তি অনুসারে পাকিস্তান আগামী টুর্নামেন্ট আয়োজন করার দাবি করবে।
এদিকে সেলন টুডের প্রতিবেদন অনুয়ায়ী, শ্রীলঙ্কার বোর্ড সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, এবারের টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবুজ সংকেত পেয়েছে।
আয়োজক হওয়া নিয়ে বোর্ড সভাপতি শাম্মি সিলভার উদ্ধৃতি প্রকাশ করেছে সেলন টুডে বলে, পিসিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমান বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এ সংস্করণের আয়োজন আমাদের হাতে তুলে দিতে সম্মত হয়েছে। এসিসির সঙ্গে সোমবার (৮ জনি) অনলাইনে আমাদের বৈঠক হয়। সেখানে এ টুর্নামেন্ট আয়োজনে তারা এক রকম আমাদের সবুজ সংকেতই দিয়েছে।
শ্রীলঙ্কার বোর্ড সভাপতি শাম্মি সিলভার বরাত দিয়ে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমে এমন তথ্য জানানো হলেও এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক কোন কথা শোনা যায়নি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]