বাংলাদেশকে বাদ দিয়ে ভিন্ন পরিকল্পনা করছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৮ জুন ২০২০
বাংলাদেশকে বাদ দিয়ে ভিন্ন পরিকল্পনা করছে শ্রীলঙ্কা

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে করোনার পরবর্তী সময়ে শ্রীলঙ্কা মাঠে খেলা ফেরাতে মুখিয়ে থাকলেও তাতে শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে মাঠে খেলা ফেরাতে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প চিন্তা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এ সফরে না যায় তাহলে নিজেদের প্রস্তত রাখতে ও খেলোয়াড়দের খেলায় ফেরাতে আগস্ট-সেপ্টেম্বরে সূচিতে থাকা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আগে ভাগেই আয়োজন করতে চায় তারা।

ভারত ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করলেও সিরিজ দুটি অনিশ্চয়তার মুখে বলে মনে করেন লঙ্কান ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা।

তিনি বলেন, ‘এই মুহূর্তে দুটি সফরই অনিশ্চিত। ভারত সিরিজ বাদ হয়ে গেছে। বাংলাদেশ সিরিজও অনিশ্চয়তার দোলাচলে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, তবে এই বছর তারা কেউই আসতে পারবে না।’

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য প্রস্ততি সারতে কাজে লেগে পড়তে চায় শ্রীলঙ্কা। তিনি বলেন, ‘যদি বাংলাদেশ সিরিজ না হয়, তবে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। সেটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়া যেভাবেই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চাইবে, কারণ তারা লোকসান করতে চায় না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও শঙ্কা কাটেনি তবে মোহন ডি সিলভা মনে করেন সময় মতোই হবে বিশ্বকাপ। তিনি বলেন, ‘তারা ইতিমধ্যেই দর্শক ছাড়া ফুুটবল শুরু করে দিয়েছে। অন্য খেলাগুলোও সেভাবে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা আছে। কেননা অস্ট্রেলিয়া তাদের আন্তর্জাতিক শিডিউল চালুর প্রক্রিয়া শুরু করেছে।’

বিশ্বকাপের জন্য প্রস্তুতি স্বরুপ শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগটা মাঠে গড়ানো জরুরী বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আমরা কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড় নিয়ে এসএলপিএল শুরু করতে চাইছি। যেহেতু এই সময়টায় কোনো আন্তর্জাতিক সফর হচ্ছে না। যদি আইসিসি অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ চালানোর সিদ্ধান্ত নেয়, তবে এসএলপিএল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

জীবাণু মুক্ত সকল ক্রিকেট ভেন্যু, ফিরছেন টাইগাররা

জীবাণু মুক্ত সকল ক্রিকেট ভেন্যু, ফিরছেন টাইগাররা

মাঠের অনুশীলনে ফিরলো আফগান-রশিদরা

মাঠের অনুশীলনে ফিরলো আফগান-রশিদরা

আরব আমিরাতে আইপিএল আয়োজনে বিসিসিআইকে প্রস্তাব

আরব আমিরাতে আইপিএল আয়োজনে বিসিসিআইকে প্রস্তাব

নতুন কর নিয়ে উদ্বিগ্ন পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা

নতুন কর নিয়ে উদ্বিগ্ন পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা