করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতির মূখে পড়তে হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষকে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিদের কর বৃদ্ধির দাবি তুলেছে লিগ কর্তৃপক্ষ।
লিগ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ১৫ শতাংশ করে করের প্রস্তাব করা হয়েছে। আর তাতে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজির মালিকরা। কারণ ইতোমধ্যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মালিকরা। এরপর লিগ কমিটির এমন দাবিতে উদ্বিগ্ন প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজির মালিকরা।
গতবছর ফ্র্যাঞ্চাইজিগুলো কর ছাড়ের মঞ্জুরি পেয়েছিল যা হোল্ডিং টেক্সের ১০ শতাংশ ছিল। তবে নতুন করের নিয়মটি তাদের জন্য প্রয়োজ্য হবে কি-না তা এখনও নিশ্চিত নয়।
এদিকে অদূর ভবিষ্যতে পিএসএল কমিটির সাথে নির্ধারিত কোন সভা না থাকায় মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করছে বলে জানা গেছে। এও জানা গেছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে রিজার্ভেশন পাঠানোর কথা ভাবছে মালিকপক্ষ।
সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই শঙ্কা তৈরি করছে পিএসএলের স্থগিত হওয়া মৌসুম নিয়ে। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএলের পঞ্চম আসর। তবে আগামী নভেম্বর-ডিসেম্বরের কোন এক ফাঁকে স্থগিত হওয়া মৌসুম আয়োজন করতে চায় পিসিবি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]