এমন বিশ্বকাপ চান না আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৬ জুন ২০২০
এমন বিশ্বকাপ চান না আকরাম

ফাইল ছবি

করোভাইরাসের কারণে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হুমকির মুখে। তবে বিশ্বকাপ নিয়ে এখনও বেশ আশাবাদী ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১০ জুন আইসিসির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

তবে যাই হোক না কেন, ক্রিকেট বিশেষজ্ঞ-সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অবশ্য বিশ্বকাপ বাতিল বা পিছিয়ে দেুওয়ার পক্ষে। আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, আগামী বিশ্বকাপ আয়োজন ঝুঁকি মধ্যে পড়ে যাবে। এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘দর্শক ছাড়া বিশ্বকাপ আয়োজন মেনে নেওয়া যাবে না। দর্শক ছাড়া বিশ্বকাপ হতে পারে না।’

পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, বিশ্বকাপ আয়োজনের জন্য অপেক্ষা করা উচিত আইসিসির। পরিস্থিতি অনুকূলে থাকলেই তা আয়োজন করা যেতে পারে।

ভক্ত-সমর্থক-ক্রিকেটপ্রেমীদের ছাড়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজন করা ঠিক হবে না বলে আকরাম বলেন, ‘দর্শক ছাড়া একটি ক্রিকেট বিশ্বকাপ সম্ভব নয়। ব্যক্তিগতভাবে, আমার মতে এটি ভালো পরিকল্পনা নয়। বিশ্বকাপ মানেই দর্শকদের সমারোহ, দর্শকদের উন্মাদনা। নিজের দলকে সমর্থন করতে, উৎসাহ দিতে বিশ্বের সব প্রান্ত থেকে সমর্থকরা মাঠে আসবে। বিশ্বকাপের ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়াম ভাবা যায় না। দ্বিপাক্ষীক সিরিজ রুদ্ধদার স্টেডিয়ামে সম্ভব, তবে বিশ্বকাপ নয়।’

বিশ্বকাপ নিয়ে আইসিসির পক্ষ থেকে ভালো ও উপযুক্ত সিদ্ধান্ত আশা করেন আকরাম। তিনি বলেন, ‘আমি মনে করি, আইসিসি উচিত উপযুক্ত একটা সময়ের জন্য অপেক্ষা করা। যখন মহামারি বিদায় নিবে, পৃথিবীর পরিবেশ স্বাভাবিক হবে, বিধি নিষেধ ওঠে যাবে, তখন আপনি একটি সত্যিকারের বিশ্বকাপ দেখতে পাবেন। বিশ্বকাপের জন্য ক্রিকেটপ্রেমিরা অনেক বেশি আগ্রহী থাকে। বিশ্বকাপ মানেই বিশাল দর্শক। দর্শকদের জন্য বিশ্বকাপে উত্তেজনা বাড়ে বহুগুনে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাভো-হেটমায়ারদের না যাওয়ার কারণ খোলাসা করলেন সিইও

ব্রাভো-হেটমায়ারদের না যাওয়ার কারণ খোলাসা করলেন সিইও

ইসিবির প্রস্তাবে আলোচনায় আইসিসি, আসতে পারে নতুন নিয়ম

ইসিবির প্রস্তাবে আলোচনায় আইসিসি, আসতে পারে নতুন নিয়ম

শচীন সেরা ব্যাটসম্যান, ক্যালিস পরিপূর্ণ ক্রিকেটার

শচীন সেরা ব্যাটসম্যান, ক্যালিস পরিপূর্ণ ক্রিকেটার

শ্রীলঙ্কা সফর নিয়ে কী ভাবছে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফর নিয়ে কী ভাবছে বাংলাদেশ