বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ২১১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। ফলে প্রথমে ব্যাট করতে মাঠে নামে সফররত শ্রীলঙ্কা।

ত্র্রিদেশীয় সিরিজ ও টেস্টে জয় পাওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও শুরু থেকে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হতে থাকে। দুই ওপেনারের ব্যাটে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৬৩ রান তুলে নেন শ্রীলঙ্কা।

গুনাতিলকা ফিরে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে শ্রীলঙ্কাকে ৯৮ রানের জুটি উপহার দিয়েছে। গুনাতিলকা-মেন্ডিসের ৬৬ বলে ৯৮ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে ২৮ বলে ৫১ রানের জুটি উপহার দেন মেন্ডিস ও থিসারা পেরেরা।

এছাড়া শেষ ৪ ওভারে আবু জায়েদ, মোস্তাফিজ ও সাইফউদ্দিনের বলকে বেধড়ক পিটিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শেষ ২৪ বলে শ্রীলঙ্কার সংগ্রহ ৫২ রান।

দাশুন শানাকার ১১ বলে ৩০ রানের ‘টর্নেডো’ ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ৪ উইকেটে ২১০ রানে থেমেছে শ্রীলঙ্কা​।

বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদি হাসান ও মোহাম্মদ মিঠুন।

শ্রীলঙ্কা দল
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশঙ্কা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান

কলকাতার অধিনায়ক হতে পারেন ক্রিস লিন

কলকাতার অধিনায়ক হতে পারেন ক্রিস লিন