বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় ও জমজমাটপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাবা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। যেখানে বছরে একবার মাঠ মাতাতে সম্মেলিত হয় বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা। আইপিএলের ম্যাচ মানেই যেন উত্তেজনার পারদ আর চার ছক্কার লীলাখেলা।
এই আইপিএলের সর্বকালের সেরা একাদশ তৈরি করেছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে একাদশ তৈরি করে বেশ বিতর্কের মুখে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার। আইপিএলের নিয়ম ভেঙ্গে চার বিদেশির জায়গায় রেখেছেন পাঁচজনকে।
হার্দিকের সর্বকালের সেরা আইপিএল একাদশে ম্যাচের গোড়াপত্তনের দায়িত্বে একপ্রান্তে রয়েছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল ও অন্য প্রান্তে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। কেউ কেউ মনে করছেন গেইলের জায়গায় ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন কিংবা লোকেশ রাহুল ভালো অপশন হতে পারতো। তিনে নামবেন 'চেজমাষ্টার' খ্যাত বিরাট কোহলি।
চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্সসের সাথে মিডল অর্ডার সামলাবেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় আছেন তিনি। আর ছয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যিনি দায়িত্ব সামলাবেন অধিনায়কেরও।
সাত নম্বরে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে রেখেছেন হার্দিক। চর তাতেই তৈরি হয়েছে বড় বিতর্ক। অনেকেই বলছেন, আন্দ্রে রাসেল কিং ডোয়াইন ব্রাভোর মতো অলরাউন্ডার কেন দলে নেই।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয় স্পিনার সুনীল নারিন ও আফগানিস্তানের রশিদ খান। রশিদ খানের থাকাটা অনেকেই মেনে নিতে পারেননি। তারা মনে করছেন, আইপিএলে রশিদ খানের তুলনায় অশ্বিন ও হরভজন সিং অনেক এগিয়ে। তাদের সাফল্যের ধারে কাছেও নেই রশিদ। আর লেগ স্পিনার হিসেবে অমিত মিশ্রও থাকতে পারতো।
আর পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ভরসার প্রতীক শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ও পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতের পেস কান্ডারী জসপ্রিত বুমরাহ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]