মুম্বাই টি-টোয়েন্টি ক্রিকেট লিগের শুভেচ্ছা দূত হলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বয়সভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
মুম্বাই শহরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বয়সভিত্তিক টি-টোয়েন্টি লিগ। ছয় দলকে নিয়ে আয়োজন করা হবে এবারের আসর। দলগুলো হলো- মুম্বাই নর্থ, মুম্বাই নর্থ-ওয়েস্ট, মুম্বাই নর্থ-ইস্ট, মুম্বাই নর্থ-সেন্ট্রাল, মুম্বাই সাউথ-সেন্ট্রাল এবং মুম্বাই সাউথ।
নতুন দায়িত্ব পেয়ে টেন্ডুলকার বলেন, ‘মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকতে পারাটা সবসময়ই আনন্দের। টি-টোয়েন্টি লিগটি ক্রিকেট প্রেমীদের কাছে শুধুমাত্র উপভোগ্য করার জন্য নয়, এটি তরুণ ক্রিকেটারদের উঠে আসার প্লাটফর্ম।’
আগামী মার্চে অনুষ্ঠিত হবে এ বয়সভিত্তিক টি-টোয়েন্টি আসর। ১১ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হবে ২১ মার্চ।