অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যেন কম জল ঘোলা হচ্ছে না। ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে আয়োজক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ আয়োজন করার কথা থাকলেও করোনায় পাল্টে দিয়েছে তার দৃশ্যপট।
ক্রিকেটমহলে এখন একটাই আলোচনা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নাকি বাতিল হবে। ক্রিকেট মহলের একটা দল বলছে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা দেখছে না আর একটি মহল এখনও বিশ্বকাপ আয়োজনের কথা বলছেন। এ নিয়ে অবশ্য মুখ খুলেছে খোদ আইসিসি।
তারা জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের সকল কর্মকান্ড সঠিক পথেই আছে। তবে, বৃহস্পতিবার (২৮ মে) আইসিসির সভায় কোন সিদ্ধান্ত না আসায় আবারও শঙ্কা জেগেছে আয়োজন নিয়ে। আইসিসির পর এবার বিশ্বকাপের ভাগ্য নিয়ে মুখ খুলেছেন আয়োজক দেশ অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস।
শুক্রবার ভিডিও কলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বর্তমানে যে অবস্থা তাতে বিশ্বকাপ বেশ ঝুঁকিতেই আছে। বিশ্বকাপ পিছিয়ে সামনের বছরও যেতে পারে বলে তিনি মনে করছেন।
তিনি বলেন, ‘অবশ্যই আমরা আশা করছি অক্টোবর-নভেম্বরেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বর্তমানে অবস্থান যেমন, তাতে করে বলতেই হচ্ছে বড় ঝুঁকিতে রয়েছে প্রতিযোগিতাটি।’
নির্ধারিত সূচিতে না হলে আরও দুটি সময়ে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে বলে জানিয়েছেন রবার্টস, ‘যদি প্রতিযোগিতাটি (নির্ধারিত সময়ে) না হয়, তাহলে সেটি হতে পারে পরের বছরের ফেব্রুয়ারি-মার্চ কিংবা অক্টোবর-নভেম্বরে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]