বিশ্বকাপ স্থগিতের খবর মিথ্যা : আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৮ মে ২০২০
বিশ্বকাপ স্থগিতের খবর মিথ্যা : আইসিসি

‘প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্ব হচ্ছে না’, আইসিসির পরবর্তি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারতীয় মিডিয়ার সংবাদকে মিথ্যা বলে জানিয়েছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে।

আইসিসি বলে, আইসিসির পরবর্তী সভা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার (২৬ মে) আইসিসি বৈঠক করেছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০-এর স্থগিতের খবর সঠিক নয় এবং এ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা অব্যাহত রয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও জানায়, বৈঠকে আইসিসির চেয়ার‌ম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়েও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৮ মে) আইসিসি পরবর্তী বোর্ড সভায় বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। এছাড়া আইসিসির বর্তমান চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে, তিনি তার মেয়াদে বাড়াতে চাচ্ছেন না।

চলতি বছরের অক্টোবর-রভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ইভেন্টির আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এ ভাইরাস থেকে রক্ষা পেতে অস্ট্রেলিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ রাখতে চাচ্ছে দেশটির সরকার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ নিয়ে প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত

বিশ্বকাপ নিয়ে প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

বিশ্বকাপ নিয়ে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি

বিশ্বকাপ নিয়ে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি