ডেথ ওভারে বল করেছেন, কিংবদন্তি ক্রিকেটারদের থেকে পরামর্শ নিয়েছেন তা তার ক্রিকেটীয় দক্ষতা বাড়াতে সাহায্য করেছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
আকাশ ছোঁয়া ১৫.৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে কামিন্সকে। এর আগেও কেকেআরের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে অজি পেসারের। অন্য দলের হয়েও খেলেছেন আইপিএলে।
কামিন্স বলেন, ‘আগের আইপিএলে শেষের দিকে বল করতাম। হয় জিতবো না হয় হারবো, এরকম পরিস্থিতিতে আমি বল করেছি। আর ওরকম চাপের মুখে বল করে অনেক কিছু শিখেছি। বলা যেতে পারে, ওরকম পরিস্থিতি আমাকে দ্রুত পরিণত করে তুলেছে।’
একদিকে যেমন পরিস্থিতি থেকে অনেক কিছু শিখেছেন কামিন্স, তেমনই বিখ্যাত সব ক্রিকেটারের পাশে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন তিনি।
কামিন্স বলেন, ‘রাহুল দ্রাবিড় আমার কোচ ছিল। আমি জাক ক্যালিসের সঙ্গে খেলেছি কেকেআরে। কেকেআরে খেলার সময়ে ওয়াসিম আকরাম আমার বোলিং কোচ ছিল। এদের কাছ থেকে অনেক কিছু শেখা গিয়েছে। প্রতিবারই আমার মনে হয়েছে ছয়-সাত সপ্তাহ আমাকে অনেকটাই অভিজ্ঞ করে দিয়েছে।’
করোনাভাইরাসের জন্য এ বার আইপিএল পিছিয়ে গিয়েছে। কামিন্স মনে করছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ বারের আইপিএল গুরুত্বপূর্ণ। আইপিএলের বল কবে গড়ায়, তার অপেক্ষায় ক্রিকেটার থেকে ভক্তরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]