ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছেন স্পিনার হরভজন সিংহ। দীর্ঘদিন ধরে নেই জাতীয় দলের আশেপাশে কিন্তু আইপিএল খেলছেন নিয়মিতই। দীর্ঘদিন পর আবারও ভারতের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এখন আর টেস্ট বা ওয়ানডতে খেলতে পারবেন না। তবে টি টোয়েন্টিতে এখনও তিনি যেকোন ব্যাটসম্যানকে বেগ দিতে পারেন। ।
তাই তা দেশের জার্সিতে টি টোয়েন্টিতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি খেলতে তৈরি। আইপিএলে যদি আমি ভাল বল করতে পারি, তা হলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে কেন পারব না?’
টুর্নামেন্ট হিসেবে আইপিএল খুবই কঠিন। হরভজন বলেন, ‘আইপিএলের মতো কঠিন টুর্নামেন্ট হয় না। বিশেষ করে বোলারদের জন্য খুবই কঠিন। মাঠ ছোট। বিশ্বের সেরা সব ক্রিকেটার খেলে আইপিএলে। ওদের বিরুদ্ধে বল করা খুবই চ্যালেঞ্জিং। আইপিএলে যদি ভাল বল করতে পারি, তা হলে দেশের হয়েও খেলতে পারব। আমি তো আইপিএলের পাওয়ার প্লে এবং মাঝের ওভারগুলোয় বল করেছি। উইকেটও পেয়েছি।’
শেষ বার ২০১৬ সালে এশিয়া কাপে খেলেছেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এটা ম্যাচও খেলেননি তিনি। তার পরেই দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল হরভজনকে। এর পরে ঘরোয়া ক্রিকেটে আর খেলেননি হরভজন। ধারাভাষ্যকার হয়ে গিয়েছেন তিনি। আইপিএল অবশ্য খেলেন একসময়ের ম্যাচ উইনার। সেই আইপিএলে বল হাতে ভেলকি দেখিয়েই জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]