পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ পিএম, ২২ মে ২০২০
পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম ১ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। এ পরিস্থিতি স্বাভাবিক হবে কি-না তা নিশ্চিত নয়। এ অবস্থায় কাউন্টি মৌসুম ও টি-টোয়েন্টি ব্লাস্ট মাঠে গড়ানোর সম্ভাবনা কম।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মাঝে এমন অনিশ্চিয়তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড ও পাকিস্তানের ফাহিম আশরাফের সাথে চুক্তি বাতিল করেছে কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ার।

আগামী মৌসুম উপলক্ষে তাদের সাথে চুক্তি করেছিল ক্লাবটি। তবে তাদের দু’জনের সাথে চুক্তি বাতিল করলেও আয়ারল্যান্ডের ব্যাটসম্যান পল স্টার্লিংয়ের সাথে চুক্তি অব্যাহত রেখেছে নর্দাম্পটনশায়ার।

চলমান বছরে কাউন্টি মৌসুমের প্রথম ভাগে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলার কথা ছিল আশরাফের। আর টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলার জন্য চুক্তি ছিল পোলার্ডের। এখন চুক্তি বাতিল হওয়ায় ক্লাবটি হয়ে তাদের আর খেলা হচ্ছে না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির ঈদ বোনাস পেল ১৬শ ক্রিকেটার

বিসিবির ঈদ বোনাস পেল ১৬শ ক্রিকেটার

সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ

সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

ফিরেছে ফুটবল, শিগগিরই ফিরতে পারে দর্শক

ফিরেছে ফুটবল, শিগগিরই ফিরতে পারে দর্শক