৪০ লাখ টাকায় এক ক্যাচ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
৪০ লাখ টাকায় এক ক্যাচ!

একটি মাত্র ক্যাচ আর এই ক্যাচের বদলে ৪০ লাখ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। শুক্রবার ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে এমনই ঘটনা ঘটে।

আর সেই ম্যাচে গ্যালারিতে দাঁড়িয়ে একটি ছক্কার বল লুফে নিয়ে এই 'টুই ক্যাচ এ মিলিয়ন' থেকে এই পরিমাণ অর্থ জিতেছেন এক দর্শক। ভাগ্যবান এই দর্শকের নাম মিচ গ্রিমস্টোন। তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পুরস্কার জিতেছেন।

এদিকে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৪৩ রান সংগ্রহ করেছে। ৫৪ বলে ৬ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ার সেরা ১০৫ রান করে আউট হন মার্টিন গাপটিল। অন্যদিকে ৩৩ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন কলিন মানরো। এরই ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৪৪ রান।

২৪৪ রানের লক্ষে ব্যাট করতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেন ওয়ার্নার। তিনি ২৪ বলে ৪টি ৪ চার এবং ৫টি ৬ মেরে ৫৯ রান করে বোল্ড হয়ে ফিরেন। তবে শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

ছেলের বাবা হলেন মুশফিক

ছেলের বাবা হলেন মুশফিক

জিম্বাবুয়ে ফিরলেন ভিটোরি

জিম্বাবুয়ে ফিরলেন ভিটোরি

ফিরলেন সাব্বির, বাদ সানজামুল-রুবেল

ফিরলেন সাব্বির, বাদ সানজামুল-রুবেল

গম্ভীরকে নিয়ে ৩টি শব্দ বললেন শাহরুখ

গম্ভীরকে নিয়ে ৩টি শব্দ বললেন শাহরুখ