সৌম্যের প্রথম দিনে মুশফিকুরের দ্বিতীয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮
সৌম্যের প্রথম দিনে মুশফিকুরের দ্বিতীয়

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম।

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩২ বলে ৫১ রান করে আউট হন সৌম্য। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল।

২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে সৌম্যর। অভিষেক ম্যাচে শূন্য হাতে ফিরেছিলেন তিনি। এরপর ২৫ ইনিংসে ব্যাট হাতে নামেন সৌম্য। কিন্তু হাফ-সেঞ্চুরির স্বাদ নিতে পারেননি তিনি। এর আগে তার ক্যারিয়ারের সেরা স্কোর ছিল ৪৮ রান।

২০১৬ সালের ২ মার্চ ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৪৮ বলে ৪৮ রান করেন সৌম্য। অবশেষে নিজেদের ২৭তম ইনিংসে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেলেন। এ ম্যাচে ৩০ বলে অর্ধশতকের স্বাদ নেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

সৌম্যর প্রথম হাফ-সেঞ্চুরির দিনে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২০১৩ সালের ৬ নভেম্বর ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন এখন পর্যন্ত ৬২ ম্যাচ খেলা মুশি।

৩৭ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৬ রানে অপরাজিত থাকেন মুশফিকুর। তার ৪৪ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর গড়লো বাংলাদেশ

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর গড়লো বাংলাদেশ

টি-টোয়েন্টিতে সৌম্যের প্রথম হাফ-সেঞ্চুরি

টি-টোয়েন্টিতে সৌম্যের প্রথম হাফ-সেঞ্চুরি

আর্থিক সঙ্কটে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে শঙ্কা

আর্থিক সঙ্কটে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে শঙ্কা

বাংলাদেশেও হতে পারে ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশেও হতে পারে ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি