বিশ্বের জুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ছড়াছড়ি হলেও নিজ দেশের আইপিএল ছাড়া বিদেশি কোন লিগ খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের। তবে এমন রীতির পরিবর্তন চান সুরেশ রায়নাসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। রায়না মনে করেন, কেন্দ্রীয় চুক্তির বাহিরে থাকা ক্রিকেটারদের অন্তত ২টি বিদেশি লিগ খেলতে দেওয়া উচিত।
ইরফান পাঠানের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় রায়না জানিয়েছেন, যারা কেন্দ্রীয় চুক্তিতে নেই তাদের আইপিএলের বাইরেও অন্তত দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়া উচিত। যাতে করে অন্যান্য দেশের খেলোয়াড়দের মধ্যে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি অনেক কিছু শিখতেও পারেন তারা।
রায়না বলেছেন, ‘আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি বা আইসিসির সঙ্গে বসে বিসিসিআই ঠিক করবে যে, কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা চাইলে বিদেশের লিগ খেলতে পারবে। ইউসুফ পাঠান, আমি, রবি উথাপ্পা- এমন অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা বিদেশে গিয়ে অনেক কিছু শিখতে পারবে। সেটা যে লিগই হোক, আমাদের অন্তত বিদেশের দুইটিতে খেলার অনুমতি দেয়া হোক।’
তিনি আরও বলেন, ‘আমরা বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি এমনকি আইপিএলের চুক্তিতেও নেই। আমরা আন্তর্জাতিক ক্রিকেটও খেলছি না এবং ঘরোয়া ক্রিকেটের মানও ঠিক সর্বোচ্চ পর্যায়ের না। আমরা বিগ ব্যাশ, সিপিএল বা অন্য কোথাও যদি তিন মাস কোয়ালিটি ক্রিকেট খেলতে পারি। তাহলে আমরা নিজেদের (দেশের খেলার জন্য) প্রস্তুত রাখতে পারব।’
অন্যান্য দেশের খেলোয়াড়দের সঙ্গে তুলনা করে রায়না বলেন, ‘অন্যান্য দেশের খেলোয়াড়রা অনেক লিগ খেলতে পারে। এমনকি অনেক উদাহরণ আছে যে এসব লিগ খেলে তারা জাতীয় ফিরেছে তারা। আমরা আইপিএল খেলি ঠিক কিন্তু নির্বাচকদের কাছে ৪০-৫০ জনের একটা তালিকা আছে। তারা মনে করে এর বাইরে কোন ভাল খেলোয়াড় নেই। আমাদের কোন বিকল্প পরিকল্পনাও নেই। আমরা যদি বাইরে গিয়ে ভাল খেলতে পারি তাহলে আমাদের ক্রিকেটই এগিয়ে যাবে।’
সুরেশ রায়নার কথার সাথে সুর মিলিয়েছেন ইরফান পাঠানও। তিনি বলেন, আমরা পরামর্শ হলো যে, যাদের বয়স ৩০ বছরের বেশি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না, বিসিসিআইয়ের উচিত তাদেরকে বিদেশি লিগ খেলার সুযোগ দেওয়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]