ফর্ম না থাকায় ওয়ানডের পর টেস্ট দলেও জায়গা হয়নি সৌম্য সরকারের। তবে টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে মেলে ধরলেন নিজেকে। ঢাকায় টি-টোয়েন্টিয়ে ওপেনিং নেমে তুলে নিয়েছেন হাফ-সেঞ্চেুরি।
ত্রিদেশীয় সিরিজ পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সৌম্য। ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজে। ফেরার কারণও রয়েছে। সর্বশেষ ছয়টি টি-টোয়েন্টিতেই রান আছে বাঁহাতি এ ওপেনারের।
টি-টোয়েন্টিতে তিনি যে এখনো হারিয়ে যাননি তা আবারও বুঝিয়ে দিলেন সৌম্য। মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এ ওপেনার। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি।
হাফ-সেঞ্চুরির আগ মুহূর্তে অবশ্য একটু বল খরচ করেছেন, তারপরও ৩০ বলে ফিফটি পূর্ণ করেছেন সৌম্যের। টি-টোয়েন্টি ফরমেটে বাঁহাতি এ ওপেনারের এটি প্রথম হাফসেঞ্চুরি। তবে আর মাত্র এক রান যোগ করে ফিরে ৫১ রানে ফিরে যান এ বাংলাদেশি ওপেনার।