ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরের নিলাম শুরুর আগেই শুরু হয়েছে খেলোয়াড়দের দলবদল। নতুন নিয়ম অনুযায়ী পুরনো স্কোয়াড থেকে যেকোন দল ইচ্ছামত খেলোয়াড় রিটেইন করতে পারবে। আর তাতেই আসন্ন মৌসুমের জন্য ৮ ক্যারিবিয়ানকে রিটেইন করেছে ত্রিনবাগো আর ৫ জনকে রিটেইন করেছে সেন্ট কিটস।
সিপিএলের নিলাম শুরু হতে এখনও দেরি তবে এখনই নিজেদের দল গোছাতে শুরু করেছে দলগুলো। পুরনো স্কোয়াড থেকে অধিনায়ক কাইরন পোলার্ডসহ ৮ ক্যারিবিয়ানকে রিটেইন করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বাকিরা হলেন, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, সুনীল নারিন, লেন্ডল সিমন্স, খেরি পিয়েরে, টিওন ওয়েবস্টার ও আকেল হোসেনইন। সেই সাথে জেডেন সিলস ও আমির জাঙ্গুকে দলে টেনেছে নাইট রাইডার্সরা।
এদিকে দলবদলে থেমে নেই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। পুরনো স্কোয়াড থেকে ৫ জনকে ধরে রেখেছ তারা তবে ছেড়ে দিয়েছে গত মৌসুমের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটকে। নতুন মৌসুমের জন্য অধিনায়ক করা হয়েছে রায়াদ এমরিদকে। বাকিরা হলেন, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, আলজেরি জোসেফ, শেল্ডন কটরেল। আর নতুন করে চুক্তি করেছে ডমিনিক ড্রাকসের সাথে।
আগামী ১৯ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবারের সিপিএলের। আর ২৬ সেপ্টেম্বর পর্দা নামবে এবারের আসরের। তবে আয়োজনের তারিখ ঠিক থাকা না থাক নির্ভর করছে করোনাভাইরাসের পরিস্থিতি সাপেক্ষে।
ত্রিনবাগো নাইট রাইডার্সের খেলোয়াড়ের তালিকা:
ধরে রাখা : কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, সুনীল নারিন, লেন্ডল সিমন্স, খেরি পিয়েরে, টিওন ওয়েবস্টার ও আকেল হোসেনইন।
নতুন চুক্তি : জেডেন সিলস, আমির জাঙ্গু
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের খেলোয়াড়ের তালিকা:
ধরে রাখা : ফ্যাবিয়ান অ্যালেন, এভিন লুইস, দিনেশ রামদিন, আলজেরি জোসেফ, শেল্ডন কটরেল।
নতুন চুক্তি : ডমিনিক ড্রাকস
বদলি : দিনেশ রামদিন
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]