বিকেলে মাঠে মানছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
বিকেলে মাঠে মানছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত শুরুর পর হার। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও ১-০ ব্যবধানে সিরিজ হার। এবার শুরু হচ্ছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজ। আজ (বৃহস্পতিবার) বিকেলে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঢাকায় মাঠে মানছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

ঢাকার মিরপুরে খেলাটি শুরু হবে আজ বিকেল ৫টায়। ত্রিদেশীয় ও টেস্ট সিরিজের ব্যর্থতাকে সঙ্গে নিয়ে মাঠে নামলেও টি-টোয়েন্টিতে সাফল্য দিয়েই সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। সংক্ষিপ্ত ভার্সনে ভালো করার জন্য দল মুখিয়ে আছে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ভিন্ন একটা ফরম্যাট। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলিনি। এই সিরিজটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এই সিরিজটি দিয়ে বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দিতে চাই যে, ওয়ানডে ও টেস্টের মতো টি-টোযেন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই সিরিজটি জিততে চাই।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি দলে নেই সাকিব। আঙুলের ইনজুরিতে থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় প্রথম ম্যাচে তাকে বাহিরে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এছাড়া আরও পাঁচজন নতুন মুখ রয়েছে বাংলাদেশ দলে।

অন্যদিকে ত্রিদেশীয় ওয়ানডে ও টেস্ট সিরিজের মতো টি-টোয়েন্টিতেও সাফল্য চায় শ্রীলঙ্কা। দেশটির ওপেনার ও সাবেক অধিনায়ক উপুল থারাঙ্গা বলেছেন, ‘ওয়ানডে ও টেস্ট সিরিজে আমরা অনেক বেশি ভালো পারফরমেন্স করেছি। আমরা এখন আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে আমরা বেশ কিছু নতুন মুখ পেয়েছি।’

আজ ঢাকায় প্রথম ম্যাচের পর আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদি হাসান, আফিফ হোসেন ও জাকির হাসান।

শ্রীলংকা দল
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, আসলে গুনারত্নে, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশঙ্কা, জেফরি ভান্দারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস ও আসিথা ফার্নান্দো।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে তামিম-মুশফিক, দলে মিথুন

ইনজুরিতে তামিম-মুশফিক, দলে মিথুন

শেষ মিশনে সফলতা চায় বাংলাদেশ

শেষ মিশনে সফলতা চায় বাংলাদেশ

ইনজুরিতে তামিম, প্রথম ম্যাচে অনিশ্চিত

ইনজুরিতে তামিম, প্রথম ম্যাচে অনিশ্চিত

সাকিবের ‌‘অভাব’ মানছেন পেরেরাও

সাকিবের ‌‘অভাব’ মানছেন পেরেরাও