মাহমুদউল্লাহকে বদলে দিয়েছেন হাথুরুসিংহে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ০৪ মে ২০২০
মাহমুদউল্লাহকে বদলে দিয়েছেন হাথুরুসিংহে

ফাইল ছবি

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক কোচ হাথুরুসিংহের প্রতি। কারণ তার বিশ্বাস হাথুরুর পরামর্শই তাকে সংক্ষিপ্ত ভার্সনে সফল ব্যাটসম্যানে পরিণত করেছে।

রোববার (৩ মে) রাতে ইনস্টাগ্রামে লাইভে তামিম ইকবালের সাথে কথা বলার সময় হাথুরুসিংহের প্রসঙ্গ উঠে। সেখানে মাহমুদউল্লাহ বলেন, ‘হাথুরুসিংহেই আমাকে বিশ্বাস যুগিয়েছেন যে, টি-টোয়েন্টি ক্রিকেটে আমি একজন ভালো ব্যাটসম্যান হতে পারি। ২০১৬ সালে হাথুরুসিংহের সাথে স্পেশাল ক্যাম্পে আমি কাজ করেছি।

তিনি আমাকে মানসিকভাবে শক্ত এবং স্বাধীনভাবে শট খেলতে সহায়তা করেছেন। আগে আমি ক্রিজে কিছুটা সময় নিতাম। কিন্তু হাথুরুসিংহের সাথে কাজ করার পর আমি শুরু থেকেই বোলারদের উপর চড়াও হবার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন আত্মবিশ্বাসী, প্রথম বল থেকেই হিট করে খেলতে পারবো।’

এক সময় সব ফরম্যাটেই মাহমুদউল্লাহর গায়ে ধীরলয়ে খেলার তকমা লেগে ছিল। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ছিলেন অন্য মেজাজে। হাথুরুসিংহের সাথে কাজ করার পর ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দেখা গেছে অন্য চেহারায়।

এরপর এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যানের খ্যাতি পান মাহমুদউল্লাহ। যে সব টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে, সেগুলোতে মাহমুুদউল্লাহর স্ট্রাইকরেট ছিল ১৪৪, গড় ৩৫। যেখানে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১২২, গড় ২৪। এমন পরিসংখ্যানের ভিত্তিতে মাহমুদউল্লাহকে দেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে অ্যাখায়িত করে প্রশংসা করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

মাহমুদউল্লাহ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাটা জরুরি। ক্যারিয়ারের শুরুতে, আমি আট নম্বরে ব্যাট করেছি, যেখানে ব্যাট করা সহজ নয়। এরপর আমি পাঁচ নম্বরে খেলার সুযোগ পাই এবং তাই ক্রিজের সাথে মানিয়ে নেয়ার সময় পাই। হয়তো আমি এখনও যথেষ্ট ধারাবাহিক হতে পারিনি। কিন্তু আমি ধারাবাহিক হওয়ার জন্য চেষ্টা করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহর চোখে বাংলাদেশের পরবর্তী ফিনিশার যারা

মাহমুদউল্লাহর চোখে বাংলাদেশের পরবর্তী ফিনিশার যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং

পিসিবি আমাকে বাঁচানোর চেষ্টা করেনি: মোহাম্মদ আসিফ

পিসিবি আমাকে বাঁচানোর চেষ্টা করেনি: মোহাম্মদ আসিফ

উমরের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব ও হুমকির অভিযোগ

উমরের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব ও হুমকির অভিযোগ