ত্রিদেশীয় সিরিজের ট্রাফি বঞ্চিত ও টেস্টে ১-০ ব্যবধানে হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় করছে বাংলাদেশ। এরি মধ্যে নতুন শঙ্কা দেখা দিয়েছে টাইগার শিবিরে। বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল হঠাৎ আক্রান্ত হয়েছেন ইনজুরিতে।
এদিকে এমনিতেই টেস্টে ও টি-টোয়েন্টির দলের বাংলাদেশের নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরির কারণে বাইরে রয়েছে। তাকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করলেও ঢাকায় দ্বিতীয় টেস্টে হেরে গিয়ে সিরিজ হারে বাংলাদেশ। টি-টোয়েন্টিেতেও তরি খেলা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে দলনেতার দায়িত্ব দেয়া হয়েছে মাহমুদুল্লাহর কাধে। এরি মধ্যে নতুন শঙ্কা হয়ে দাঁড়ালো তামিমের ইনজুরি।
বিসি সূত্রে জানা গেছে, বাঁ-হাতের মাংশপেশীর সমস্যায় পড়েছেন তামিম ইকবাল। বেশ ব্যাথাও অনুভব করছেন তিনি।
এদিকে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘গতকাল থেকে ব্যাথা অনুভব করছেন তামিম। আমরা এখনো তার খেলার ব্যাপারে নিশ্চিত নই।’