বিশ্বকাপ নয়, আইপিএল চান ম্যাককুলাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০২০
বিশ্বকাপ নয়, আইপিএল চান ম্যাককুলাম

ফাইল ছবি

বিশ্বজুড়ে করোনার আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন সম্ভব নয়। বরং ওই সময় আয়োজিত হোক আইপিএল। এমনটাই দাবি সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককুলামের। তিনি বলেছেন, প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়ে আগামী বছর শুরুর দিকে আয়োজন করা যেতে পারে।

অক্টোবরের মাঝ পর্বে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তা চলবে। ম্যাককালামের মতে, এই পরিস্থিতিতে আদৌ বিশ্বকাপ করা যাবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। কারণ, বিশ্বকাপের জন্য ১৬টি দেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সম্প্রচারকারী সংস্থার কর্মী, সমর্থক সবাইকে অস্ট্রেলিয়ায় উড়ে যেতে হবে। এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তাছাড়া ফাঁকা স্টেডিয়ামে খেলার যে প্রস্তাব দেওয়া হচ্ছে, সেটিও বাস্তবসম্মত নয়।

কারণ, ফাঁকা স্টেডিয়ামে খেললে যে আর্থিক ক্ষতি হবে, তা সামলাতে পারবে না অস্ট্রেলিয়া। বরং ওই সময় আইপিএল আয়োজন অনেক সহজ। কারণ, আইপিএলের জন্য শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের উড়িয়ে আনতে হবে। যা অনেক সহজ কাজ। তাছাড়া, আইপিএল ফাঁকা স্টেডিয়ামে খেলা হলেও সেই আর্থিক ধাক্কা সামলানোর ক্ষমতা বিসিসিআইয়ের আছে।

উল্লেখ্য, ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা এবং দেশব্যাপী লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে মেগা টুর্নামেন্ট।

কেকেআর কোচ বলছেন, আইপিএল আয়োজিত না হলে ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ পর্যন্ত সকলেরই আর্থিক ক্ষতি। তাই যে কোন প্রকারে আইপিএল হওয়া উচিত।

ম্যাককুলাম বলেছেন, আইসিসির রোজগারের একটা বড় অংশ আসে এই বিশ্বকাপ থেকে। তাই ফাঁকা স্টেডিয়ামে খেলা সম্ভব নয়। একমাত্র বিসিসিআই পারে ফাঁকা স্টেডিয়ামে খেলাতে। তাই অক্টোবরে আইপিএল হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আরেকটু পরে ২০২১ সালের শুরুতে হতে পারে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

বিশ্বকাপ জিততে মুখিয়ে রোহিত শর্মা

বিশ্বকাপ জিততে মুখিয়ে রোহিত শর্মা

স্টোকস নয়, ক্যালিসই সেরা অলরাউন্ডার : মঈন আলী

স্টোকস নয়, ক্যালিসই সেরা অলরাউন্ডার : মঈন আলী

আর্থিক সঙ্কটে উইন্ডিজ, বকেয়া খেলোয়াড়দের ম্যাচ ফি

আর্থিক সঙ্কটে উইন্ডিজ, বকেয়া খেলোয়াড়দের ম্যাচ ফি