ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে ব্যথা পান বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এর আর মাঠে নামতে পারেননি। তাকে ছাড়া মাহমুদুল্লাহর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ।
এদিকে সাকিবকে ছাড়া প্রথম টেস্ট ম্যাচ ড্র করলেও ঢাকায় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাাংলাদেশ। এবার শুরু হচ্ছে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজ। তবে শঙ্কার কথা হলো, টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না সাকিব।
আঙুর ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমইট-টুয়েন্টি ম্যাচে খেলবেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে দায়িত্ব পালন করা মাহমুদুল্লাহ রিয়াদ।
এছাড়া সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এখন পর্যন্ত জাতীয় দলের অভিষেক ঘটেনি ঘরোয়া আসরে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অপু।
প্রথম টি-টুয়েন্টি জন্য বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদি হাসান, আফিফ হোসেন ও জাকির হাসান।