করোনাভাইরাসের কারণে বেশ কিছু ইভেন্ট আপাতত স্থগিত করাসহ এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। শঙ্কা রয়েছে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। তবে বিশ্বকাপ নিয়ে এখনই স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে রাজি নন আইসিসি, অপেক্ষা করতে চান আগস্ট মাসের শেষ পর্যন্ত।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবর-নভেম্বরে। টুর্নামেন্ট চলার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। কিন্তু করোনার কারণে দেশটি সীমান্ত বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ৬ মাস, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তাই তো অনেকেই বলছেন, হয়তো টুর্নামেন্টটি পিছিয়ে যাবে এক বছর!
আইসিসির একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন, ‘এ মুহূর্তে পরিস্থিতি যেমন, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা হয়তো ক্ষীণ। কারণ এটা মাথায় রাখতে হবে যে মানুষের স্বাস্থ্যই সবার আগে। তবে পরিস্থিতি কয়েক মাসের মধ্যে উন্নতিও তো হতে পারে? দেখা গেল আইসিসি মে মাসে টুর্নামেন্ট স্থগিত করলো, কিন্তু পরিস্থিতি কয়েক মাসের মধ্যে উন্নতির দিকে গেল।’
আইসিসি মনে করে এমন সিদ্ধান্ত নিলে সেটা তড়িঘড়ি হয়ে যাবে। তাই আইসিসি টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে কিছু সময় নেবে। হয়তো সেটা আগস্ট পর্যন্ত। এর আগে কোনো সিদ্ধান্ত আশা করা যাবে না।
সূত্রটি আরও জানিয়েছে, আইসিসি চায় সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলুক। তারা বলছে, ‘এখন পর্যন্ত সব কিছু পরিকল্পনা অনুসারেই চলবে। মনে করা হচ্ছে, টুর্নামেন্ট যথা সময়ে মাঠে গড়াবে। আয়োজকরা সেই মাত্রাতেই প্রস্তুতি নিচ্ছে।’